২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ব্রহ্মপুত্র নদে নৌকা ডুবে বিজিবির সদস্য নিখোঁজ, একদিন পরে লাশ উদ্ধার

আজিজুল হক - ছবি : সংগৃহীত

ময়মনসিংহের গফরগাঁওয়ে পুরাতন ব্রহ্মপুত্র নদে নৌকা ডুবে নিখোঁজ হওয়ার একদিন পরে আজিজুল হক (৬৩) নামে এক সাবেক বিজিবির সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৫ জুন) বিকেল পৌনে ৬টার তেঁতুলিয়া বাজার এলাকায় নদের তীরবর্তী ভাসমান অবস্থায় ফুলে যাওয়া লাশ উদ্ধার করা হয়।

আজিজুল হক উপজেলার গফরগাঁও ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের মৃত কেয়ামত আলীর ছেলে।

নিহতের পরিবার, পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে আজিজুল হক ব্রহ্মপুত্র নদের ওপারে চরআলগী ইউনিয়নের চন্ডিচর এলাকায় ফসলী জমি-জমার দেখতে যায়। সেখানে সকাল ১১টার পর্যন্ত থাকায় পর বাড়ি ফিরার পথে সম্পর্কে তিন নাতনীকে নিয়ে কোষা নৌকা চড়ে ব্রহ্মপুত্র নদ পার হওয়ার সময় নদের মাঝখানে নৌকা পানিতে ডুবে যায়। নৌকাডুবির হৈচৈ শব্দ শুনে অন্য নৌকায় থাকা স্থানীয় লোকজন এসে সুমাইয়া (১২), নূর জামিলা (১৪) ও মিম (১৫) নামে তিন নাতনীকে উদ্ধার করে তীরে উঠাতে পারলেও আজিজুল হক নদে পানিতে ডুবে নিখোঁজ হন। এরপরে শুক্রবার সকাল সাড়ে ১১টা থেকে নদের পানির খড়া স্রোতে স্বজনসহ স্থানীয় লোকজন খোঁজাখুঁজি করেও তাকে পায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন থানা পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা। দুপুর আড়াইটার থেকে ময়মনসিংহের ফায়ার সার্ভিসের ডুবরিদল পুনরায় ব্রহ্মপুত্র নদের দীর্ঘ ৩ ঘণ্টা অভিযান চালিয়েও নিখোঁজ আজিজুল হককে উদ্ধার করতে না পেরে ফিরে যায় ডুবুরি দলের উদ্ধারকর্মীরা। এরপরে শনিবার সকাল থেকেই ফায়ার সার্ভিসের ডুবুরিদল এবং আজিজুল হকের পরিবারের লোকজন ও এলাকাবাসী নিজ নিজ অবস্থান থেকে খোঁজাখুঁজি অব্যাহত রাখেন। অবশেষে তেঁতুলিয়া বাজার এলাকায় নদের তীরের কাছে পানিতে আজিজুলের লাশ ভাসতে দেখে স্থানীয়রা স্বজনদের খবর দেন। এই সংবাদ পেয়ে পুলিশসহ ফায়ার সার্ভিসের ডুবুরিদলের উদ্ধারকর্মীরা এসে আজিজুল হকের ফুলে যাওয়া লাশ উদ্ধার করেন।

গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহীনূজ্জামান খান জানান, খবর পেয়ে তেঁতুলিয়া বাজার এলাকার ব্রহ্মপুত্র নদের তীরের কাছে পানি থেকে ভাসমান অবস্থায় ফুলে যাওয়া আজিজুলের লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান আছে বলেও তিনি জানান।


আরো সংবাদ



premium cement
নিজ্জর-হত্যায় অভিযুক্ত ৪ ভারতীয়ের বিচার শুরু কানাডায় ফলোঅন এড়ালেও ভালো নেই বাংলাদেশ আইপিএল নিলামের প্রথম দিনে ব্যয় ৪৬৭.৯৫ কোটি রুপি : কে কোন দলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মাত্রা বাড়াতে ট্রাম্প 'ভীষণ চিন্তিত' নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা, অন্যদের কথা ব্যক্তিগত : প্রেস উইং সালাহর জোড়া গোলে জিতল লিভারপুল ১০ সাংবাদিকসহ ১১ জনের ব্যাংক হিসাব জব্দ টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ৬ দফা মেনে নেয়ার আহবান হাসিনা-কন্যা পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক লেনদেন স্থগিত বুটেক্স-পলিটেকনিক শিক্ষার্থীদের সংঘর্ষ নির্বাচনের তারিখ ঘোষণা হবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে : প্রেস উইং

সকল