গফরগাঁওয়ে নৌকা ডুবে সাবেক বিজিবির সদস্য নিখোঁজ
- গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা
- ১৪ জুন ২০২৪, ১৫:০১
ময়মনসিংহের গফরগাঁওয়ে পুরাতন ব্রহ্মপুত্র নদে কোষা নৌকা ডুবে মো: আজিজুল হক (৬৩) নামে এক সাবেক বিজিবির সদস্য নিখোঁজ হয়েছেন।
শুক্রবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
আজিজুল হক উপজেলার তেঁতুলিয়া গ্রামের মরহুম কেয়ামত আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা ১১টার দিকে আজিজুল হক ও তার সম্পর্কে তিন নাতনীসহ একটি কোষা নৌকা দিয়ে চরআলগীর চন্ডিচরে জমি-জমা দেখে বাড়িতে ফিরছিলেন। ব্রহ্মপুত্র নদের মাঝখানে আসার পর নৌকাটি ডুবে যায়। এ সময় অন্য নৌকায় থাকা স্থানীয় লোকজন এসে আজিজুল হকের সম্পর্কে তিন নাতনী সুমাইয়া (১২), নূর জামিলা (১৪) ও মিমকে (১৫) উদ্ধার করে তীরে উঠাতে পারলেও আজিজুল হক পানিতে তলিয়ে যান।
খবর পেয়ে গফরগাঁও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় উদ্ধার তৎপরতা চালায়। তারা প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়েও তাকে (আজিজুল) উদ্ধার করতে পারেনি।
ময়মনসিংহের ফায়ার সার্ভিসের ডুবুরীদলকে খবর দেয়া হয়েছে। তারা এসে পুনরায় উদ্ধার তৎপরতা চালাবে বলেও জানায় স্থানীয়রা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা