২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

৪০০ গরু নিয়ে জামালপুর থেকে ঢাকার পথে স্পেশাল ট্রেন

৪০০ গরু নিয়ে জামালপুর থেকে ঢাকার পথে স্পেশাল ট্রেন - ছবি : নয়া দিগন্ত

কোরবানির ঈদ উপলক্ষে জামালপুরের ইসলামপুর বাজার স্টেশন থেকে ৪০০ গরু নিয়ে ছেড়ে গেছে প্রথম ক্যাটল স্পেশাল ট্রেন।

বুধবার (১২ জুন) সন্ধ্যা ৭টার দিকে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

জানা যায়, প্রতিটি গরু পরিবহনে খরচ পড়বে ৫০০ টাকা। ট্রেনে গরু পরিবহনে খরচ কম হওয়ার পাশাপাশি নানা সুবিধার জন্য বাংলাদেশ রেলওয়ে ক্যাটন সার্ভিসকে ব্যবহার করে গরু ব্যবসায়ী ও খামারিরা।

করোনা পরিস্থিতি আর কম খরচে পশু পরিববহনে ২০২১ সাল থেকে ক্যাটল স্পেশাল ট্রেন চালু করে রেলওয়ে।

প্রতি বছরের মতো এবারো বেলা সাড়ে ৬টার দিকে জামালপুরের ইসলামপুর বাজার স্টেশন থেকে ২৫টি ওয়াগনে ৪০০ গরু নিয়ে প্রথম ট্রেন ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

ব্যবসায়ীরা বলেছেন, ট্রেনে পশু পরিবহন খরচ কমা হওয়ার পাশাপাশি বিভিন্ন জামেলা এবং যানজটের ভোগান্তি এড়াতে ট্রেনকে গরু পরিবহনে ভালো সুযোগ সুবিধা হিসেবে বেছে নিয়েছেন।

ব্যবসায়ী তমেজ উদ্দিন বলেন, ট্রেন গরু ঢাকা নিতে খরচ কম। আমি ১৬টি আট হাজার হাজার ভাড়ায় নিয়ে যাইতাছি। এতে আমাদের অনেক সুবিধা হয়েছে।

ব্যবসায়ী আব্দুল মতিন বলেন, ট্রাকে গরু নিতে রাস্তায় চাঁদা দিতে হয়। ট্রাক ভাড়া বেশি। অ্যাক্সিডেন্টের ভয়ও থাকে। তাই আমরা ট্রেনে গরু নিতে সুবিধা মনে করি।

ব্যবসায়ী আব্দুল আলীম বলেন, ট্রেনটি দিয়ে সরকার খামারি ও গরু ব্যবসায়ীদের সুবিধা করে দিয়েছে। আমরা কোনো ভেজাল ছাড়াই কুরবানি গরু নিতে পারছি।

রেলওয়ে সূত্রে জানা যায়, জামালপুর থেকে ঢাকা পর্যন্ত প্রতিটি ওয়াগনের ভাড়া নির্ধারণ করা হয়েছে আট হাজার টাকা। প্রতিটি ওয়াগনে ১৬টি করে গরু বহন করা যাবে। প্রতি গরু পাঁচ টাকা খরচে রাজধানীতে নিতে পেরে খুশি ব্যবসায়ীরা।

স্টেশন মাস্টার শাহিন মিয়া বলেন, এ ঈদ উপলক্ষে জামালপুর জেলা থেকে তিনটি ট্রেনের ব্যবস্থা করেছে। আজ বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার তিনটি ট্রেনের ৫৮টি ওয়াগনে ৯৮৮টি গরু নিয়ে ঢাকায় যাবে ক্যাটল স্পেশাল ট্রেন।


আরো সংবাদ



premium cement
নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা, অন্যদের কথা ব্যক্তিগত : প্রেস উইং সালাহর জোড়া গোলে জিতল লিভারপুল ১০ সাংবাদিকসহ ১১ জনের ব্যাংক হিসাব জব্দ টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ৬ দফা মেনে নেয়ার আহবান হাসিনা-কন্যা পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক লেনদেন স্থগিত বুটেক্স-পলিটেকনিক শিক্ষার্থীদের সংঘর্ষ নির্বাচনের তারিখ ঘোষণা হবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে : প্রেস উইং ব্যর্থ টপ অর্ডার, মুমিনুলের ফিফটির পর পথ দেখাচ্ছেন লিটন তেজগাঁওয়ে বুটেক্স ও ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বেলজিয়ামের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ বাড়ছে এসডিজি কার্যক্রমে যুক্ত হচ্ছে ড. ইউনূসের ‘থ্রি জিরো তত্ত্ব’

সকল