২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ত্রিশালে নিরাপদ সড়কের দাবিতে মহাসড়কে জানাজা

ত্রিশালে নিরাপদ সড়কের দাবিতে মহাসড়কে জানাজা - ছবি : নয়া দিগন্ত

নিরাপদ সড়কের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে নামাজে জানাজা আদায় করল ক্ষুদ্ধ জনতা। এ সময় আন্দোলনকারীরা প্রায় দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে।

সোমবার (১০ জুন) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ত্রিশাল উপজেলার সাইনবোর্ড বাসস্ট্যান্ড এলাকায় এ নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

খবর পেয়ে ত্রিশাল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা যায়, মহাসড়কের কার্পেটিংয়ে পিচ অতিরিক্ত হওয়ায় গতিরোধ সঠিকভাবে হয়নি। এতে গত ১ জুন রাতে মহাসড়কের সাইনবোর্ড বাসস্ট্যান্ড এলাকায় গাড়ি থেকে নেমে ভাড়া দেয়ার সময় পেছন থেকে অপর একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন উপজেলার আমিরাবাড়ী ইউনিয়নের নামাপাড়া গ্রামের শাহাব উদ্দিনের ছেলে তোফায়েল আকন্দ। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নিলে রোবরার (৯ জুন) রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান। একই বাসস্ট্যান্ডে গত কয়েকদিনে একাধিক সড়ক দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। রোববার রাতেই সড়ক দুর্ঘনায় নিহত তোফায়েল আহমেদের জানাজার নামাজ সোমবার সাইনবোর্ড বাসষ্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত হবে হবে বলে ঘোষণা করা হয়।

সোমবার সকালে মহাসড়কের সাইনবোর্ড এলাকায় আবারো সড়ক দুর্ঘটনা ঘটে ইমাম পরিবহন ও পণ্যবাহী পিকআপ ভ্যানের মাঝে। এ ঘটনাকে কেন্দ্র করে সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত মহাসড়ক বন্ধ রাখে স্থানীয়রা। পূর্ব নির্ধারিত জানাজার নামাজে আগত মুসল্লি ও স্থানীয় ক্ষুব্ধ জনতাও নিরাপদ সড়কের দাবি জানিয়ে মহাসড়ক অবরোধে অংশগ্রহণ করে। এ সময় তারা মহাসড়কের উভয়পাশে গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করে রাখে।

খবর পেয়ে ত্রিশাল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মহাসড়কের কার্পেটিংয়ে পিচ ডালাইয়ের সমস্যা দ্রুত সমাধান ও স্প্রিড ব্রেকার দেয়ার আশ্বাস দিলে নিহত তোফায়েল আহমেদের জানাজা মহাসড়কে আদায় করে অবরোধ তোলে নেয়। দুই ঘণ্টার অধিক সময় মহাসড়ক অবরোধ থাকায় বন্ধ থাকে যান চলাচল, ভোগান্তিতে পড়তে হয় যাত্রী সাধারণের।

স্থানীয় আরিফুল হক এরশাদ বলেন, মহাসড়ক থেকে অপরিকল্পিত এ পিচ ঢালাই সরিয়ে না নিলে লাগাতার মহাসড়ক অবরোধ কর্মসূচি দেয়া হবে। গত চার মাস ধরে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। অপরিকল্পিত অতিরিক্ত পিচ দিয়ে ঢালাইয়ের ফলে বাস-ট্রাক নিয়ন্ত্রণ রাখতে পারে না এবং তাপমাত্রা বৃদ্ধি হলে ও বৃষ্টি হলেই এ স্থানটির পিচ পিচ্ছিল হয়ে দুর্ঘটনার শিকার হয় পথচারীসহ যানবাহন।

ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন জানান, স্থানীয়দের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ জানন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে মহাসড়কের সাইনবোর্ড এলাকায় গতিরোধক স্থাপনের জন্য সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলীর সাথে কথা হয়েছে। তিনি তা করে দিবেন।


আরো সংবাদ



premium cement
১৯ দিন পরেও অঘোষিত ক্যালিফর্নিয়ার ফলাফল! হারেৎসের ওপর ইসরাইল সরকারের নিষেধাজ্ঞা, সকল সম্পর্ক ছিন্ন নিজ্জর-হত্যায় অভিযুক্ত ৪ ভারতীয়ের বিচার শুরু কানাডায় ফলোঅন এড়ালেও ভালো নেই বাংলাদেশ আইপিএল নিলামের প্রথম দিনে ব্যয় ৪৬৭.৯৫ কোটি রুপি : কে কোন দলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মাত্রা বাড়াতে ট্রাম্প 'ভীষণ চিন্তিত' নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা, অন্যদের কথা ব্যক্তিগত : প্রেস উইং সালাহর জোড়া গোলে জিতল লিভারপুল ১০ সাংবাদিকসহ ১১ জনের ব্যাংক হিসাব জব্দ টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ৬ দফা মেনে নেয়ার আহবান হাসিনা-কন্যা পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক লেনদেন স্থগিত

সকল