সরিষাবাড়ীতে বকেয়া বিলে ঋণগ্রস্ত পৌরসভা, সংযোগ বিচ্ছিন্ন
- এস এম ইব্রাহিম হোসাইন, সরিষাবাড়ী (জামালপুর)
- ০৯ জুন ২০২৪, ১৭:৩৬, আপডেট: ০৯ জুন ২০২৪, ১৮:৪৩
জামালপুরের সরিষাবাড়ীতে মাত্র দুই কোটি ৬৫ লাখ টাকা বিদ্যুৎ বিল বকেয়া থাকার কারণে বিদ্যুৎ ডেভেলপমেন্ট বোড (পিডিবি) সংযোগ বিচ্ছিন্ন করেছে।
রোববার (৯ জুন) বেলা ১১টায় পৌর সভার সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
স্থানীয় পিডিবি অফিস সূত্র জানায়, সরিষাবাড়ী পৌর সভার মোট বিল দুই কোটি ৬৫ লাখ টাকা বকেয়া রয়েছে। দীর্ঘ দিনের জমা থাকা বিল উদ্ধারের জন্য মন্ত্রণালয়ের নির্দেশে রোববার বেলা ১১টার সময়ে পৌরসভার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
স্থানীয় পিডিবি নির্বাহী প্রকৌশলী মসিউর রহমান বলেন, পৌর সভার শুরু থেকে ২০২১ সাল পর্যন্ত বিলগুলো বকেয়া রয়েছে। ২১ সালের পর থেকে বিলগুলো নিয়মিত পরিশধ হয়ে আসছে।
এ ব্যাপারে সরিষাবাড়ী পৌরসভার মেয়র মনির উদ্দিন জানান, আমি নির্বাচিত হওয়ার পর থেকে পৌরসভার বিদ্যুৎ বিল নিয়মিত পরিশোধ করা হয়েছে। বকেয়া বিলগুলো পূর্ববর্তী মেয়রদের সময়ে ছিল। তারপরেও বকেয়া বিল পৌর সভার ওপর বর্তায়। বিলগুলো পর্যায়ক্রমে পরিশোধ করা হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা