জামালপুরে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড
- জামালপুর প্রতিনিধি
- ০৯ জুন ২০২৪, ১৪:৫৩
জামালপুরের সরিষাবাড়ীতে ইজিবাইক ছিনতাইয়ের পর চালক লাইজু মিয়াকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা মামলায় চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সাথে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (৯ জুন) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ২ এর বিচারক মুহা. আনোয়ার ছাদাত এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন সরিষাবাড়ী উপজেলার বাসিন্দা মো: মনি তাহেরি, মো: রুবেল মিয়া, মো: জাকির হোসেন ও সোহাগ। আসামিদের মধ্যে সোহাগ ও মো: জাকির হোসেন পলাতক রয়েছেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি মো: শফিকুল ইসলাম আক্কাস জানান, ২০১৬ সালের ১ অক্টোবর সরিষাবাড়ীতে ইজিবাইক ছিনতাইয়ের পর এর চালক লাইজু মিয়াকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে আসামিরা। এই ঘটনায় নিহতের বাবা সরিষাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করে। পুলিশ সন্দেহজনকভাবে রুবেল ও মনিকে গ্রেফতার করে। পরে আসামিরা আদালতে ১৬৪ ধারায় লাইজু হত্যার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন এবং হত্যাকাণ্ডের বর্ণনা করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা