হালুয়াঘাটে হাতির ভয়ে কৃষকের মৃত্যু
- আনছারুল হক রাসেল, হালুয়াঘাট (ময়মনসিংহ)
- ০৫ জুন ২০২৪, ১৬:১৫
ময়মনসিংহের হালুয়াঘাটে ভারতীয় বুনো হাতির ভয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৪ জুন) মধ্য রাতে উপজেলার ভূবনকুড়া ইউনিয়নের কড়ইতলী স্থল বন্দর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম গোল মাহমুদ (৫৫)। তিনি কড়ইতলী গ্রামের মরহুম জোনাব আলীর ছেলে।
জানা যায়, ওই এলাকার কড়ইতলী স্থল বন্দরের পূর্ব পার্শ্বে নিজ বাড়িতে একদল হাতির তাণ্ডবে বসতবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতির সময় হাতির ভয়ে গোল মাহমুদের মৃত্যু হয়।
গোপালপুর বিট কর্মকর্তা লোকমান হেকিম জানান, হাতির অনুপ্রবেশ রোধ করতে নালিতাবাড়ী উপজেলার তারানী থেকে গোবরাকুড়া স্থলবন্দর পর্যন্ত ২০ মিটার রাস্তা সোলারের মাধ্যমে বিদ্যুতায়িত করার প্রস্তাব করা হয়েছে বনবিভাগের কাছে। এটি বাস্তবায়িত হলে হাতির অনুপ্রবেশ রোধ করা সম্ভব হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা