পূর্বধলায় বিদ্যুৎস্পৃষ্টে বিদ্যুৎকর্মীর মৃত্যু
- পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা
- ০১ জুন ২০২৪, ২২:৫৪, আপডেট: ০১ জুন ২০২৪, ২৩:১০
নেত্রকোনার পূর্বধলায় বিদ্যুৎস্পৃষ্টে মানিক মিয়া (৩৫) নামের পল্লী বিদ্যুতের এক লাইনম্যানের মৃত্যু হয়েছে।
শনিবার (১ জুন) বিকেল ৩টায় উপজেলার হোগলা ইউনিয়নের গোপীনাথ খিলা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মানিক মিয়া নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা গ্রামের হাজি আবুল কাসেমের ছেলে।
স্থানীয় প্রত্যক্ষদোষীরা জানান, ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্থ পল্লী বিদ্যুতের লাইন ক্রটিমুক্ত করার জন্য পল্লী বিদ্যুতের লাইনম্যান মানিক মিয়া পোলে ওঠেন। কিন্তু হঠাৎ করেই বিদ্যুৎ চলে এলে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হয় সে। সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে ঢাকায় রেফার করা হয়। ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।
সাথে থাকা লাইন ম্যান আব্দুর রহমান জানান, বিদ্যুতের সংযোগ বন্ধ করে মানিক মিয়া খুঁটিতে কাজ করতে উঠেন। কিন্তু পুনরায় কীভাবে লাইনটি চালু হয়েছে, এ বিষয়ে আমাদের কিছু জানা নেই।
অপরদিকে সাব-স্টেশনের দায়িত্বে থাকা লাইনম্যান মোস্তফা বাশার বলেন, ওই লাইনের জন্য কোনো সার্ট ডাউন নেয়া হয়নি।
পূর্বধলা পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের এজিএম মো: জিল্লুর রহমান বলেন, কিভাবে দুর্ঘটনা ঘটেছে বা ওরা এখানে কি কাজ করছিল তা তিনি অবগত না। তিনি লাশের সাথে আছেন বিস্তারিত পরে জানাবেন।
নেত্রকোনা সমিতির পূর্বধলা জোনাল অফিসের ডিজিএম প্রকৌশলী গোলাম মর্তুজা বলেন, লাইনম্যান মানিক মিয়া বিদ্যুৎস্পৃষ্টের দুর্ঘটনার সংবাদটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছেন। ওই ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছেন। কেন এই ঘটনা ঘটেছে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা