২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ধর্মমন্ত্রীর চুরি যাওয়া আইফোন ১ মাস পর উদ্ধার

- ছবি : নয়া দিগন্ত

দীর্ঘ এক মাস পর ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলালের চুরি যাওয়া আইফোন উদ্ধার হয়েছে।

বৃহস্পতিবার ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলাল সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জানাজার নামাজে গিয়ে হারিয়ে গিয়েছিল ফোনটি। পরে সেখানেই আমার লোকজন কোনো না কোনোভাবে ছেলেটির ছবি তুলে ফেলে। এই ছবি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে দিলে তারা ফোনটি চট্টগ্রাম থেকে উদ্ধার করে।

তিনি আরো বলেন, ছেলেটির বাড়ি যথাসম্ভব ময়মনসিংহ হবে বলে জানতে পেরেছি।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ২৭ মিনিটের দিকে মোবাইল ফোনে ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন তালুকদারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এখনো আমি অফিসিয়ালি জানতে পারিনি। মন্ত্রী মহোদয় আসলে তার সাথে কথা বলে আনুষ্ঠানিকভাবে জানাতে পারবো।’

তিনি আরো বলেন, যে সংস্থাটি ফোন উদ্ধার করেছেন তারা এখনো আমাকে কিছু জানাননি। এছাড়া মন্ত্রী মহোদয়ও কিছু জানাননি।

উল্লেখ্য, গত ৩০ এপ্রিল সকালে জামালপুরের ইসলামপুরে সাবেক ভূমি প্রতিমন্ত্রী রাশেদ মোশারফের স্ত্রী জানাজায় অংশ নেন ধর্মমন্ত্রী। সেখানে মন্ত্রীর পাঞ্জাবির পকেট থেকে আইফোনটি হারিয়ে যায়। এ বিষয়ে ওই দিনই ইসলামপুর থানায় একটি সাধারণ ডায়রি করেন মন্ত্রীর ব্যক্তিগত সহকারী মোহাম্মদ ইসমাইল হোসেন।


আরো সংবাদ



premium cement