টাকার লোভে শিশুকে ব্রহ্মপুত্রে নিক্ষেপ : অর্ধগলিত লাশ উদ্ধার
- দেওয়ানগঞ্জ (জামালপুর) সংবাদদাতা
- ৩০ মে ২০২৪, ১৩:২০
জামালপুরের দেওয়ানগঞ্জে ৫০০ টাকার লোভে ব্রহ্মপুত্রে নদে দুর্বৃত্তের নিক্ষেপ করা শিশু মুজাহিদের (৫) লাশ উদ্ধার করা হয়েছে। এর আগে, শিশু মুজাহিদ ৫০০ টাকার একটি নোট নিয়ে বাড়ির পাশে এক দোকানে কিছু কিনতে যায়। এ সময় তার কাছ থেকে টাকা কেড়ে নিতে কৌশলে এক যুবক ব্রহ্মপুত্র নদের কাছে টাকা কেড়ে নিয়ে শিশুটিকে নদে ধাক্কা দিয়ে ফেলে দেয়।
বৃহস্পতিবার (৩০ মে) তার লাশ উদ্ধার করা হয়।
দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনর্চাজ (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস নয়া দিগন্তকে জানান, উপজেলার চর আমখাওয়া ইউনিয়নে ব্রহ্মপুত্র নদ থেকে উদ্ধার হওয়া লাশ ইতোপূর্বে নিখোঁজ মুজাহিদের বলে নিশ্চিত করেছে তার পরিবারের লোকজন।
মুজাহিদ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের পাটাধোয়াপাড়া গ্রামের গার্মেন্টসকর্মী মো: বাবুল আক্তারের ছেলে।
জানা গেছে, ১০ মে মায়ের কাছ থেকে ৫০০ টাকার একটি নোট নিয়ে নিজ গ্রামের একটি দোকানে কেনাকাটা করতে যায় মুজাহিদ। পরে ভাংতি না থাকায় দোকানদার তাকে সওদা না দিলে, সে টাকার নোটটি নিয়ে বাড়ি রওনা হয়। পথে স্থানীয় শামীম নামে এক যুবক ওই টাকার লোভে প্রথমে শিশুটিকে প্রভাবিত করার চেষ্টা করেন এবং তাতে কাজ না হওয়ায় তার হাত থেকে নোটটি কেড়ে নেন। এ সময় শিশুটি কাঁদতে কাঁদতে বাড়ি ফেরার সময় বলতে থাকে, ‘আমি আম্মাকে এ কথা বলে দেবো।’ এ কথা শুনে শামীম শিশু মুজাহিদকে গলা টিপে ধরে এবং নিয়ে পাশের ব্রহ্মপুত্র নদের পানিতে ফেলে দেয়।
ওসি বিপ্লব কুমার বিশ্বাস জানিয়ে ছিলেন, ১১ মে বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী শামীমকে ধরে পুলিশে সোপর্দ করে। পুলিশ ও এলাকাবাসীর জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করেন শামীম।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা