০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

জামালপুরের মাদারগঞ্জে রায়হান ও মেলান্দহ দিদারুল পাশা নির্বাচিত

জামালপুরের মাদারগঞ্জে রায়হান ও মেলান্দহ দিদারুল পাশা নির্বাচিত - ছবি : সংগৃহীত

জামালপুরের মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন রায়হান রহমতুল্লাহ। তিনি মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। অপরদিকে মেলান্দহ উপজেলায় বিজয়ী হয়েছেন মো: দিদারুল পাশা। তিনি জামালপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বলে জানা গেছে।

উপজেলা পরিষদ নির্বাচনের রিটানিং অফিসারের সর্বশেষ তথ্যানুযায়ী, মাদারগঞ্জ উপজেলায় রায়হান রহমতুল্লাহ (রিমু) কাপ পিরিচ প্রতীকে ৪৮ হাজার ৬১৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান উপজেলার চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান (বেলাল) দোয়াত-কলম প্রতীকে পেয়েছেন ২৮ হাজার ২৩৪ ভোট।

অপরদিকে মেলান্দহ উপজেলায় চেয়ারম্যান পদে মো: দিদারুল পাশা (দিদার পাশা) মোটরসাইকেল প্রতীকে ৭৮ হাজার ৬৬৮ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এমদাদুল ইসলাম (এমদাদ) আনারস প্রতীকে ১২ হাজার ৩১১ ভোট পেয়েছেন। তিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

মেলান্দহ উপজেলার ১১টি ইউনিয়ন ও ২টি পৌরসভার ১১০টি ভোটকেন্দ্রে এবং মাদারগঞ্জ উপজেলার ৭টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৬৩টি ভোটকেন্দ্রে ইলেকট্রনিক্স ভোটিং মেশিন (ইভিএমএ) মাধ্যমে সকাল ৮টা বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন তৃতীয় ধাপে বুধবার (২৯ মে) জামালপুরের দু’টি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়।


আরো সংবাদ



premium cement