২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ঘূর্ণিঝড় রেমালের প্রভাব জামালপুর পল্লী বিদ্যুতে

ঘূর্ণিঝড় রেমালের প্রভাব জামালপুর পল্লী বিদ্যুতে - ছবি : নয়া দিগন্ত

ঘূর্ণিঝড় রেমালের প্রভাব পড়েছে জামালপুর পল্লী বিদ্যুতের ওপর। জেলার বিদ্যুতের সবগুলো মূললাইন বন্ধ রয়েছে।

সোমবার (২৭ মে) ভোররাত থেকে এই সমিতির আওতায় সাত লাখের অধিক বিদ্যুৎ গ্রাহক অন্ধকারে।

জামালপুর পল্লী সমিতির একটি সূত্র থেকে জানা যায়, জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় সাত লাখের অধিক বিদ্যুৎ গ্রাহক রয়েছে। বিদ্যুৎ না থাকায় অফিস-আদালত, শিল্প প্রতিষ্ঠান, ব্যবসা-বাণিজ্যসহ সকল প্রকার উন্নয়ন কাজ থমকে পড়েছে। এতে চরম বিপাকে আছেন জামালপুরের ২৬ লাখের অধিক মানুষ।

বিদ্যুৎ গ্রাহক সংখ্যা ও পরিস্থিতি জানতে জামালপুর পল্লী সমিতির জেনারেল ম্যানেজার খ: শামীম আলমকে বারবার ফোন করা হলে তিনি ফোন কেটে দেন।

পল্লী বিদ্যুৎ সমিতি দেওয়ানগঞ্জ জোনাল অফিসের ডিজিএম মোহাম্মদ ইয়াহ হিয়া সিদ্দিকীকে ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

ইসলামপুর জোনাল অফিসের ডিজিএম আলী বর্দি খান সুজন জানান, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ঝড়-বৃষ্টি এবং বৈরী আবহাওয়ার কারণে জামালপুর গ্রিডের সকল ফিডারের লোড শুন্য। এছাড়া শেরপুর গ্রিডের আওতায় বকশিগঞ্জ ও রৌমারি ফিডার বন্ধ রয়েছে।

তবে কখন কোন সময় এই অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ চালু হতে পারে এর কোনো সঠিক সময় জানাতে পারেননি বিদ্যুতের এই কর্মকর্তা।


আরো সংবাদ



premium cement