১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ইসলামপুরে উপজেলা নির্বাচনে বিজয়ী হলেন যারা

ইসলামপুরে উপজেলা নির্বাচনে বিজয়ী হলেন যারা - নয়া দিগন্ত

জামালপুরের ইসলামপুর উপজেলা পরিষদ নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম।

মঙ্গলবার রাতে রিটার্নিং অফিসারের দেয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, ইসলামপুর উপজেলা পরিষদ নির্বাচনে পুরুষ ভাইস নির্বাচিত হয়েছেন বর্তমান ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আখন্দ। তিনি টিউবওয়েল প্রতীকে ভোট পেয়েছেন ১৮ হাজার ২৫৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফারুক ইকবাল হিরো মাইক প্রতীক পেয়েছেন ৪ হাজার ৪৯৬ ভোট।

এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে আাবিদা সুলতানা যুঁথী কলস প্রতীক ১২ হাজার ১২০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনজু মনোয়ারা বেগম ফুটবল প্রতীকে পেয়েছেন ১১ হাজার ৬৩০ ভোট।

মঙ্গলবার সকল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইলেকট্রনিক্স ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে উপজেলার ৯৩টি ভোটকেন্দ্রে তিনজন পুরুষ ভাইস চেয়ারম্যান ও দু’জন মহিলা ভাইস চেয়ারম্যানের মধ্যে নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এই উপজেলায় ভোট পড়েছে ৮ দশমিক ৮৮ শতাংশ।


আরো সংবাদ



premium cement