হালুয়াঘাটে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
- হালুয়াঘাট (ময়মনসিংহ) সংবাদদাতা
- ১৮ মে ২০২৪, ১৮:০১
ময়মনসিংহের হালুয়াঘাটে পল্লী বিদ্যুতের কাজ করতে গিয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ মে) সকালে উপজেলার ধারা বাজার সাব স্টেশনে কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম সোহাগ মিয়া (৩০)। সে ফুলপুর উপজেলার ইমাদপুর গ্রামের আমিম উদ্দিনের ছেলে। এ সময় ফুলপুর উপজেলার নয়হাটি কাতুলী গ্রামের অলি আহমেদ (৩০) নামক এক শ্রমিক মারাত্মক আহত হয়।
জানা যায়, শনিবার সকালে ধারা বাজারে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ-৩ হালুয়াঘাট সাব স্টেশনে কাজ করতে গেলে বিদ্যুতায়িত হয়। আহতাবস্থায় এলাকাবাসী দু’জনকেই হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক সোহাগ মিয়াকে মৃত ঘোষণা করেন। অপরজন অলি আহমেদকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
এ বিষয়ে পল্লী বিদ্যুৎ কর্মকর্তা এমরান হোসেন জানান, কাজ করার সময় অসাবধানতা থাকার কারণে এই দুর্ঘটনা ঘটে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা