০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

ভালুকায় কারখানা শ্রমিকের মৃত্যু

ভালুকায় কারখানা শ্রমিকের মৃত্যু - ছবি : নয়া দিগন্ত

ময়মনসিংহের ভালুকায় কর্মরত অবস্থায় ফারুকুজ্জামান চৌধুরী ফারুক (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ মে) সকালে উপজেলার মাস্টারবাড়ি এলাকায় অবস্থিত স্কয়ার ফ্যাশন লিমিটেডের গার্মেন্ট সেকশনে এ ঘটনা ঘটে।

নিহত ফারুক লক্ষীপুর জেলার সদর উপজেলার পাঁচপাড়া এলাকার মনিরুজ্জামানের ছেলে।

বিভিন্ন সূত্রে জানা যায়, ফারুকুজ্জামান চৌধুরী ফারুক ভালুকার মাস্টারবাড়ি এলাকায় অবস্থিত স্কয়ার ফ্যাশন লিমিটেডের গার্মেন্ট সেকশনের সিনিয়র কম্পিউটার কাটিং অপারেটার হিসেবে কর্মরত ছিলেন। শনিবার সকালে তিনি কর্মস্থলে যোগদান করার পর বুকে ব্যাথা অনুভব করলে কারখানার চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেয়া হলে কিছুটা সুস্থতা অনুভব করেন। পরে তিনি পুনরায় কাজে যোগদান করেন। কিন্তু কিছুক্ষণ পর তিনি আবারো অসুস্থ হয়ে পড়লে কারখানার প্রাথমিক চিকিৎসা কেন্দ্র থেকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। কোনো অভিযোগ না থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ নিহতের পরিবারের কাছে বিনা ময়নাতদন্তে ফারুকের লাশ হস্তান্তর করেন।

স্কয়ার ফ্যাশন লিমিটেডের অ্যাডমিন ম্যানেজার রফিকুল ইসলাম জানান, ফারুক কোম্পানির কম্পিউটার কাটিং অপারেটারের হিসেবে কর্মরত ছিলেন। তিনি সকালে বাসা থেকেই অসুস্থ শরীর নিয়ে কাজে যোগদান করেন। অফিসে আসার পর অসুস্থ হয়ে পড়লে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে রাস্তায় তিনি মারা যান। ফারুকের লাশ তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ময়মনসিংহ শিল্পজোন-৫-এর পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্কয়ার ফ্যাশন লিমিডেটের একজন শ্রমিককে অসুস্থ অবস্থায় হাসপাতালে নেয়ার পথে মারা গেছেন। মৃত্যু সংবাদ পাওয়ার পর তিনি বিষয়টি থানাকে অবহিত করেছেন।


আরো সংবাদ



premium cement
গাজীপুরে গণতন্ত্র মঞ্চের কার্যালয় ভাংচুরের অভিযোগের প্রতিবাদ বিএনপির বাটা নিয়ে এল ভার্চুয়াল স্নিকার ট্রাই-অন সুবিধা সিদ্ধিরগঞ্জে শেখ রেহানা-জয়-পুতুলের বিরুদ্ধে মামলা পূর্ব সুন্দরবনের শেলারচরে শীতে জেলের মৃত্যু সাবেক প্রতিমন্ত্রী শরীফ ও বক্ষব্যাধির কর্মকর্তা সাজ্জাদের ব্যাংক হিসাব অবরুদ্ধ আগরতলায় ফিরলেন সহকারী হাইকমিশনার কাঁটাতারের বেড়া দিতে বাধা বিজিবির, বিএসএফকে সহায়তায় এলো স্থানীয়রা জাস্টিন ট্রুডো : উত্থান ও উত্তরাধিকার পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট চালু চিরিরবন্দরে তুলার গুদামে আগুন গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব প্রদানের নির্দেশ

সকল