ভালুকায় বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ১, আহত ৫
- ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা
- ১৭ মে ২০২৪, ১৬:৫১
ময়মনসিংহেরর ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এমদাদুল হক আকন্দ (৫০) নামে এক ব্যক্তি নিহত ও পাঁচজন আহত হয়েছেন।
শুক্রবার দুপুরে উপজেলার হাজীরবাজার এলাকায় এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও হাইওয়ে পুলিশ ঘাতক বাসটিকে জব্দ করেছে।
নিহত এমদাদুল হক আকন্দ উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের আখালিয়া গ্রামের মোন্তাজ আলী আকন্দের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় ময়মনসিংহগামী আকিজ গ্রুপের স্টাফবাহী একটি বাস বেপরোয়া গতিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হাজীরবাজার এলাকায় পৌঁছাতেই চালক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টা দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশার চালক, যাত্রী ও বাসযাত্রীসহ পাঁচজন আহত হন। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে ভালুকা সরকারি হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসক এমদাদুল হক আকন্দকে মৃত ঘোষণা করেন।
সূত্রে আরো জানা গেছে, গুরুতর আহত উপজেলার খারুয়ালী গ্রামের সাইদুল ইসলামের ছেলে উজ্জল মিয়াকে (৩৫) আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে (মমেক) পাঠানো হয়। এছাড়া আহত অন্যদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়।
ভালুকার ভরাডোবা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) বাবুল হোসেন জানান, আকিজ গ্রুপের একটি বাসের সাথে অটোরিকশার সংঘর্ষে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। বাসটিকে জব্দ করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা