৩৬ বছর শিক্ষকতার পর রাজকীয় বিদায়
- গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা
- ১৭ মে ২০২৪, ১৬:৩৬
অবসরজনিত বিদায়কে স্মরণীয় করে রাখতে পুষ্পসজ্জিত প্রাইভেটকারে করে সহকারী শিক্ষক মো: লিয়াকত আলী খানকে রাজকীয় বিদায় সংবর্ধনা জানিয়েছেন গফরগাঁও উপজেলায় শাঁখচূড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৬ মে) বেলা ১১টায় স্কুল হলরুমে শিক্ষকের এ বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান শিক্ষক মো: জহিরুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক শাহ মো: আকবর হোসাইনের পরিচালনায় সদ্য অবসরে যাওয়া শিক্ষক মো: লিয়াকত আলী খানকে ফুলেল শুভেচ্ছায় সংবর্ধিত করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী শিক্ষকের বিভিন্ন স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষক মাহমুদুল হাসান, ফারজুল ইসলাম, আশরাফুল আলম, ২০২২ ব্যাচের শিক্ষার্থী জান্নাতুল ইসলাম ও ২০২৪ ব্যাচের শিক্ষার্থী মাহমুদুল হাসান মাসুমসহ বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা।
অশ্রুসিক্ত নয়নে বিদায়ী শিক্ষক মো: লিয়াকত আলী খান তার বক্তব্যে বলেন, আমার কর্মজীবনে সেরা সঞ্চয় পেয়েছি আজ আপনাদের ভালোবাসায়। আজকে আমাকে দেয়া এ সংবর্ধনা-সম্মান বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার সকল শ্রেণিপেশার মানুষকে উৎসর্গ করলাম। আপনাদের ভালোবাসায় আমি ধন্য। এ সম্মান আজীবন মনে রাখব। বিদায় নিচ্ছি ঠিকই, কিন্তু আমার মন আজীবন আপনাদের সেবক হয়েই থাকবে।
অনুষ্ঠানে বিদায়ী সহকারী শিক্ষক লিয়াকত আলী খানকে নগদ ১০ হাজার টাকা, ক্রেস্ট, বিভিন্ন উপহার দেয়া হয়।
দুপুর আড়াইটায় বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থীদের ব্যবস্থাপনায় পুস্পসজ্জিত প্রাইভেটকারে করে সহকারী শিক্ষক মো: লিয়াকত আলী খান হাতে ফুলে তোড়া, সম্মাননা স্মারক ও নানা ধরনের উপহার নিয়ে উপজেলার উস্থি ইউনিয়নের ধাইরগাঁও গ্রামে বাড়ি ফিরলেন। দীর্ঘ ৩৬ বছরের কর্মজীবনের শেষ কর্ম দিবসে বিদায় বেলায় চোখে ছিল পানি, তবুও স্নিগ্ধ হাসি দিয়ে সহকর্মী, শিক্ষার্থী ও সকলের কাছ থেকে বিদায় নিলেন তিনি।
উল্লেখ্য, মো: লিয়াকত আলী খান ১৯৮৮ সালের ১৫ অক্টোবর ওই বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেছিলেন। তিনি চলতি বছরের ১৬ মে দীর্ঘ প্রায় ৩৬ বছর শিক্ষকতা শেষে অবসরে যান।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা