মেলান্দহে মাদরাসার ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
- খাদেমুল বাবুল, জামালপুর
- ১২ মে ২০২৪, ২০:৩৪
জামালপুরের মেলান্দহে নূপুর আক্তার (১৫) নামে এক মাদরাসা ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১২ মে) উপজেলার তারাকান্দি ভালুকা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নুপুর ওই এলাকার কৃষক মোহাম্মদ জাবেদ আলী মিরাজ মালের মেয়ে। সে তারাকান্দি দাখিল মাদারাসার ৭ম শ্রেণির ছাত্রী ।
পুলিশ ও স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো নিজ ঘরে ঘুমিয়ে ছিলো নুপুর। সকালে নুপুরকে তার বাবা ডাক ডাকি করে কোন সাড়া শব্দ না পেয়ে জানালা দিয়ে দেখতে পায় ঘরে বাঁশের ধন্যার সাথে মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তার ডাক-চিৎকারে স্থানীয়দের এসে বিষয়টি মেলান্দহ থানা পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজু আহাম্মদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর হাসপাতালে প্রেরণ করেছে। এ বিষয়েএকটি অপমৃত্যুর মামলা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা