২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

জামালপুরে অ্যাজেন্টদের মারধরের অভিযোগ, আহত ৩

জামালপুরে অ্যাজেন্টদের মারধরের অভিযোগ, আহত ৩ - নয়া দিগন্ত

জামালপুর সদর উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে বিজন কুমার চন্দের মোটরসাইকেল প্রতীকের কর্মী সমর্থকদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী প্রার্থী অ্যাডভোকেট হাফিজুর রহমান স্বপনের কাপপিরিচ প্রতীকের অ্যাজেন্টদের মারধর করে কেন্দ্র থেকে বের করে দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কাপপিরিচ প্রতীকের তিন অ্যাজেন্ট আহত হয়েছে বলে জানা গেছে।

বুধবার (৮ মে) দুপুর ১২টার দিকে তিতপল্লা ইউনিয়নের দহেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন কাপপিরিচ প্রতীকের অ্যাজেন্ট চরশি কান্দারপাড়া এলাকার মরহুম আবুল ফকিরের ছেলে দুলাল ফকির, আনোয়ার হোসেনের ছেলে তসলিম উদ্দিন, মেহেদী আনিসের স্ত্রী ইসমত আরা।

জানা গেছে, চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতীকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ ও কাপপিরিচ প্রতীকে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান স্বপনসহ পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

আহতরা বলেন, ‘আমরা কেন্দ্রে গেলে মোটরসাইকেল প্রতীকের কর্মী একই এলাকার সাফায়াতুল্লাহ মাস্টারের ছেলে রশিদুল করিম তুহিন ও তার ছেলে অথৈ এবং আব্দুল হাকিম আলী মাস্টারের ছেলে আব্দুল জলিলসহ একদল কর্মী-সমর্থক আমাদের কেন্দ্র থেকে চলে যেতে বলেন। আমরা প্রতিবাদ করলে পুলিশের উপস্থিতিতেই আমাদের মারধর করেন তারা। এতে আমাদের তিনজন আহত হই।’

তারা আরো জানান, ওই কেন্দ্রে কাপপিরিচ প্রতীকের ২০ জন অ্যাজেন্ট ছিলেন। তারা সবাইকে বের করে দিয়েছেন।

এ বিষয়ে ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার নান্দিনা শেখ আনোয়ার হোসেন ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো: মহসিন অভিযোগ অস্বীকার করে জানান, এই কেন্দ্রে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কাপপিরিচ প্রতীকের প্রার্থী পর্যাপ্ত অ্যাজেন্ট দেননি। দু’একটি বুথে ওই প্রার্থীর অ্যাজেন্ট রয়েছেন।

জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার বলেন, ‘আমি শোনার পর সেখানে কর্মকর্তা পাঠিয়েছি।’


আরো সংবাদ



premium cement
অন্তর্বর্তী সরকারের সাথে বিএনপির কোনো মতপার্থক্য নেই : তারেক রহমান পার্থে ইতিহাস গড়ল ভারত, পাত্তাই পায়নি অস্ট্রেলিয়া দেশের শ্রমখাতে নতুন করে অসন্তোষ তৈরি হতে পারে : শ্রম সচিব সুদমুক্ত ঋণের প্রলোভনে ঢাকায় সমাবেশের চেষ্টা : লক্ষ্মীপুরে আটক ১১ নয়া দিগন্তে সংবাদ প্রকাশের পর রাজশাহী টিটিসির অধ্যক্ষ বদলি সাবেক কৃষিমন্ত্রী শহীদকে মৌলভীবাজার কারাগারে স্থানান্তর সংঘর্ষে না জড়িয়ে শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান সরকারের ৫ আগস্টের বিপ্লবই ইসলামী বিপ্লবের পূর্বাভাস : মামুনুল হক হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতি করতে পারে ইসরাইল অটোরিকশা চলবে : হাইকোর্টের আদেশে স্থিতাবস্থা অযৌক্তিক কারণে নৈরাজ্য সৃষ্টি করলে প্রতিরোধ করা হবে : সারজিস

সকল