ভালুকায় প্রচণ্ড তাপদাহে ২ শিক্ষার্থী অসুস্থ
- ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা
- ২৯ এপ্রিল ২০২৪, ১৭:১১, আপডেট: ২৯ এপ্রিল ২০২৪, ১৮:২৯
ময়মনসিংহের ভালুকায় প্রচণ্ড তাপদাহে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে।
সোমবার সকালে ভালুকা ফাজিল মাদরাসায় এবং আগের দিন রোববার সকালে ভরাডোবা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সোমবার সকালে উপজেলা পূর্বভালুকা ফাজিল মাদরাসায় দ্বিতীয় পিরিয়ড চলার সময় অষ্টম শ্রেণীর ছাত্রী নূর আক্তার (১৩) তীব্র গরমে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। এরপর তার দুই সহপাঠী তাকে অফিসকক্ষে নিয়ে যায়। শিক্ষকরা মেয়েটির অবস্থা দেখে মাথায় পানি দেন। এতে কিছুটা স্বস্তিবোধ করলে তাকে বাড়ি পাঠিয়ে দেয়া হয়। এই ঘটনার পর শিক্ষার্থীদের দাবিতে মাদরাসায় ছুটি দেয়া হয়।
এর আগে, রোববার তীব্র গরমে উপজেলার ভরাডোবা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী মাহী আক্তার (১২) শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে পড়ে। পরে মাথায় পানি দিয়ে অভিভাবকের হাতে তুলে দেয়া হয় তাকে।
উপজেলায় তীব্র দাবদাহের ফলে শ্রেণিকক্ষে শিক্ষার্থীর উপস্থিতি ৫০ শতাংশের নিচে নেমে গেছে বলে জানান ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলামিন মো: মোস্তাফিজুর রহমান।
ভালুকা ফাজিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম সুরুজ মিয়া জানান, তিনি উপজেলার সমন্বয় সভায় ছিলেন। সভা শেষে শ্রেণিকক্ষে শিক্ষার্থীর অসুস্থতার বিষয়টি জানতে পারেন। পরে শিক্ষার্থীর খোঁজ নেয়া হয়েছে এবং সুস্থ আছে। পঞ্চম পিরিয়ডের পর মাদরাসা ছুটি দেয়া হয়।