২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

গফরগাঁওয়ে রাজিব হত্যা মামলার আসামি গ্রেফতার ও বিচার দাবি

গফরগাঁওয়ে রাজিব হত্যা মামলার আসামি গ্রেফতার ও বিচার দাবি - ছবি : নয়া দিগন্ত

ময়মনসিংহের গফরগাঁওয়ে স্বেচ্ছাসেবকদল নেতা রাজিব মিয়া (৩২) হত্যা মামলায় সকল আসামিকে অবিলম্বে গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে নিহতের পরিবারের লোকজনসহ এলাকাবাসী।

শনিবার (২৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গফরগাঁও-হোসেনপুর সড়কে নলচিড়া পালের বাজারে মানববন্ধনে অংশ নেয় নিহতের পরিবার ও এলাকাবাসী।

এ সময় হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও প্রতক্ষ খুনীদের এজাহারভুক্তকরণ এবং সকল খুনীদের ফাঁসি দাবি জানানো হয়।

মামলার বিবরণ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৯ এপ্রিল (শুক্রবার) দুপুরে উপজেলার পাগলা থানাধীন পাঁচবাগ ইউনিয়নের চর শাখচূড়া গ্রামের মো: আমিন মিয়ার ছেলে ও ইউনিয়ন স্বেচ্ছাসেবকদল নেতা রাজিব মিয়ার নিজ বসতঘরের সামনে বাড়ির রাস্তার বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষ মকবুল গংদের হামলায় গুরুত্বর আহত হয়। এ সময় রাজিবকে বাঁচাতে বড়ভাই সুজন এগিয়ে এলে সেও হামলায় আহত হয়। তাদেরকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। দু’দিন পর চিকিৎসাধীন অবস্থায় ২০ এপ্রিল শনিবার রাতে রাজিব মারা যান। এই ঘটনায় শনিবার সকালে পাগলা থানায় হত্যাচেষ্টা মামলা করেন নিহত বড় ভাই মো: সোহেল মিয়া।

ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন নিহতের বাবা আমিন মিয়া ও মা আকলিমা বেগম, নিহতের স্ত্রী ইয়াসমিন, বড় ভাই সোহেল মিয়া, সুজন মিয়া ও স্থানীয় লোকজন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় মূল পরিকল্পনাকারী ও প্রতক্ষ খুনীদের এজাহারভুক্তকরণ এবং সকল খুনীদের ফাঁসি দাবি জানানো হয়। আমরা সকল আসামিদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ খায়রুল বাশার বলেন, ঘটনার পরপরই আসামিরা পালিয়ে যাওয়ায় কাউকে এখনো আটক করা সম্ভব হয়নি। আসামিদের ধরতে বিভিন্ন এলাকায় অভিযান চালানো হচ্ছে।


আরো সংবাদ



premium cement
সেনাবাহিনীর নিয়ন্ত্রণে মোল্লা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ : ৮ হাজার শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা ‘দেশ গড়তে প্রান্তিক কৃষকদের সাথে কাজে করতে হবে’ পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় ভূমি কর্মকর্তা নিহত সাত কলেজের মঙ্গলবারের পরীক্ষা স্থগিত শিক্ষার্থীদের সংঘর্ষে কেউ নিহত হয়নি, অপপ্রচার থেকে বিরত থাকার অনুরোধ ডিএমপির সিলেটে কর্মবিরতিতে ১১ হাজার চা-শ্রমিক, ক্ষতি ৬০ কোটি টাকা সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় গ্রেফতার সোহরাওয়ার্দীর পর কবি নজরুল কলেজও বন্ধ ঘোষণা কুলাউড়া রাস্তা জবর দখলের চেষ্টা : প্রতিপক্ষের হামলায় আহত ৭ আইনশৃঙ্খলা বাহিনী অ্যাকশনে গেলে আরো রক্তপাত হতো : আসিফ মাহমুদ

সকল