২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ক্রিকেট খেলতে অস্ট্রেলিয়া যাচ্ছে দেওয়ানগঞ্জের প্রতিবন্ধী শিক্ষার্থী শিহাব

হলুদ টি-শার্ট পরিহিত শিহাব - ছবি : নয়া দিগন্ত

 

জামালপুরের দেওয়ানগঞ্জে অবস্থিত বিশেষ শিক্ষা বিদ্যালয়ের (প্রতিবন্ধী) শিক্ষার্থী শিহাব মিয়া ক্রিকেটে প্রতিযোগিতা করতে শিগগিরই যাচ্ছে সুদূর অস্ট্রেলিয়ায়।

সে উপজেলার সদর দেওয়ানগঞ্জ ইউনিয়নের খড়মা নয়াপাড়া গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে। বৃদ্ধ মা ও তারা তিন ভাই। দুই ভাই স্বাভাবিক। তারা দিনমজুর। শিহাবের ডান হাতের কোনো আঙ্গুল নেই। বাম হাতেই কাজকর্ম লেখালেখি, খেলাধুলা এবং কম্পিউটার চালান। এইচএসসি পাশ। সম্পূর্ণ বেকার।

শিহাবকে দেখলে কারো মনেই হবে না তিনি একজন প্রতিবন্ধী। স্থানীয় দেওয়ানগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পাশ করেছেন।

দেওয়ানগঞ্জ বিশেষ শিক্ষা বিদ্যালয়ের (প্রতিবন্ধী) প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলাম নয়া দিগন্তকে জানান, শিহাব আমার স্কুলের একজন শিক্ষার্থী। সে খুব ভালো ছেলে। লেখাপড়া খেলাধুলার প্রতি তার খুব আগ্রহ। তার ডান হাতের কোনো আঙ্গুল না থাকলেও বাম হাতে খেলে স্থানীয়, জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে খেলাধুলায় অংশ নিয়ে যথেষ্ঠ সুনাম অর্জন করেছে।

প্রধান শিক্ষক জানান, ২০২১ সালে অবাক বাংলাদেশ লিমিটেড ক্রিকেট দলের সদস্য হিসেবে ভারতে হায়দরাবাদে খেলায় অংশ নেয়। চ্যাম্পিয়ান হয় বাংলাদেশ। ২০২৩ সালে স্পেশাল অলিম্পিক আয়োজিত ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান লাভ করে। বর্তমানে সুদূর অস্ট্রেলিয়ায় বাংলাদেশ দলের সাথে ক্রিকেট খেলায় অংশ নিতে প্রস্তুতি গ্রহণ করছে শিহাব।

প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলাম আরো জানান, ২৫ এপ্রিল বৃহস্পতিবার শিহাব জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্সের সরকারি কার্যালয়ে গিয়ে দোয়া নেয়। এ সময় তার সাথে ছিলাম আমি ও স্কুলের প্রধান উপদেষ্টা দৈনিক নয়া দিগন্ত পত্রিকার প্রতিনিধি ও দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক খাদেমুল ইসলাম।

 


আরো সংবাদ



premium cement
হিজবুল্লাহ কমান্ড সেন্টারে ইসরাইলি হামলা রাজশাহীতে প্রথম আলো পত্রিকায় আগুন ও সাইনবোর্ড ভাঙচুর রোহিঙ্গাদের আশ্রয়স্থলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে : পররাষ্ট্র সচিব আড়াইহাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৬ শ্রম সংস্কারে অন্তর্বর্তী সরকারের অগ্রগতিতে মার্কিন প্রতিনিধিদলের প্রশংসা আইপিএলে রেকর্ড গড়লেন ১৩ বছর বয়সী বৈভব সিলেটে ট্রাক ও বাসচাপায় নিহত ২ মানিকগঞ্জে প্রলোভন দেখিয়ে শাহাবাগে লোক নেয়ার মূলহোতা দবিরসহ আটক ৫ মধ্যাহ্নভোজের আগে ওয়েস্ট ইন্ডিজের ৩ উইকেট তুলে নিলো বাংলাদেশ সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলবে কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে নারীর নিহত

সকল