২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

নির্বাচনে অংশ নিতে ইউপি চেয়ারম্যান পদ থেকে এমপি'র ভাইয়ের পদত্যাগ

নজরুল ইসলাম (সাত্তার) - ছবি : সংগৃহীত

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে জামালপুর-২ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) নির্বাচনী আসনের এমপি নূর মোহাম্মদ-এর ছোট ভাই নজরুল ইসলাম (সাত্তার) ইউপি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন। তিনি বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদের দুইবারের চেয়ারম্যান ছিলেন।

রোববার (২১ এপ্রিল) দুপুরে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এই পদত্যাগ পত্র জমা দেন।

এ ব্যাপারে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অহনা জিন্নাত-এর মোবাইলফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ১৮ এপ্রিল তারিখ উল্লেখ করে আমার কাছে নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম তার পদ থেকে পদত্যাগ পত্র জমা দিয়েছেন। পদত্যাগ পত্রটি গ্রহণ করা হয়েছে জানান তিনি।

তিনি আরো বলেন, পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ ব্যাপারে পদত্যাগকারী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তারের সাথে মোবাইলফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন আমি এমপির ছোট ভাই ঠিকই। কিন্তু এমপি সাহেবের সংসার আলাদা, আমার সংসার আলাদা। আমার সংসার আমি চালাই। তার সংসার তিনি চালান।

জানতে চাওয়া হয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন কোনো এমপি-মন্ত্রীর আত্মীয়-স্বজন উপজেলা নির্বাচন অংশ নিতে পারবে না। উত্তরে তিনি বলেন, আমি আওয়ামী লীগের কেউ না। সাধারণ জনগণ হিসেবে নির্বাচনে দাঁড়ানো আমার গণতান্ত্রিক অধিকার।

জামালপুর-১ আসনের এমপি নূর মোহাম্মদ-এর সাথে মোবাইলফোনে যোগাযোগ করা হয়। নয়া দিগন্তের এক প্রশ্নের উত্তরে নূর মোহাম্মদ এমপি বলেন,‘আমি প্রধানমন্ত্রীর দোহাই দিয়ে তাকে বার বার বলেছি। কিন্তু আমার কথা শোনেনি। সে চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছে। সে নির্বাচনও করবেই। আমাদের কোনো কথাই শোনে না সে। এ কথা বলে দ্রুত ফোন কেটে দেন তিনি।’

আগামী ২১ মে বকশীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। রোববার (২১ এপ্রিল) ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচেনে ধাপের অনলাইন মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ছিল।


আরো সংবাদ



premium cement
‘মানবিক সমাজ বিনির্মাণে কাজ করে যাচ্ছে বিএনপি’ ছাত্র সংঘর্ষ ও শিক্ষাপ্রতিষ্ঠান ভাঙচুরের ঘটনায় ছাত্রশিবিরের উদ্বেগ কোনো পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : তথ্য উপদেষ্টা সিলেটে ব্যবসায়ী হত্যায় বাবাসহ ২ ছেলের মৃত্যুদণ্ড ভারতে মসজিদ ভাঙাকে কেন্দ্র করে নিহতের ঘটনায় জামায়াতের প্রতিবাদ গুগল ম্যাপ দেখে গাড়ি চালাতে গিয়ে ব্রিজ থেকে পড়ে নদীতে, নিহত ৩ গাজীপুরে বেক্সিমকো শ্রমিকদের ফের মহাসড়ক অবরোধ ছাত্র সংঘর্ষ ও শিক্ষাপ্রতিষ্ঠান ভাঙচুরের ঘটনায় জামায়াতের উদ্বেগ মালয়েশিয়া ভ্রমণকারীদের জন্য সুখবর দিলো দেশটির সরকার আইএলও বাংলাদেশকে ৩ মিলিয়ন ইউরো দেবে মাঠে নামার আগেই ইনিংস ঘোষণা বাংলাদেশের

সকল