জামালপুর-ঢাকা রুটে বাস ভাড়া কমলো ৫ টাকা
- খাদেমুল বাবুল, জামালপুর
- ০২ এপ্রিল ২০২৪, ২০:১২
জামালপুর-ঢাকা-জামালপুর সড়কপথে বাস ভাড়া ৫ টাকা কমেছে।
সোমবার (১ এপ্রিল) রাষ্ট্রপতির আদেশক্রমে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব মো: মনিরুল আলম ওই প্রজ্ঞাপন জারি করেন।
ডিজেলের দাম কমার পর ডিজেলচালিত বাস ও মিনিবাসের পরিচালন ব্যয় বিশ্লেষণ করে কিলোমিটার প্রতি তিন পয়সা হারে ভাড়া কমিয়েছে সড়ক পরিবহন বিভাগ। ঢাকা-জামালপুরের রুটে বাস ভাড়া পাঁচ টাকা ২৪ পয়সা কমেছে বলে জানা গেছে।
প্রজ্ঞাপনে জানা যায়, আন্তঃজেলা ও দূরপাল্লার রুটে চলাচলকারী বাস ও মিনিবাসের ক্ষেত্রে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ প্রতি কিলোমিটারে সর্বোচ্চ ভাড়া দুই টাকা ১৫ পয়সার স্থলে বাস ভাড়া দুই টাকা ১২ পয়সা নির্ধারণ করা হয়েছে।
জামালপুর জেলা বাস টার্মিনালের তথ্য অনুযায়ী ঢাকা মহাখালী বাস টার্মিনাল থেকে জামালপুর বাস টার্মিনালের দূরত্ব ১৭৬ কিলোমিটার। প্রতি কিলোমিটার দুই টাকা ১৫ পয়সা ভাড়ায় তখন ছিল ৩৭৮ টাকা চার পয়সা। নতুন প্রজ্ঞাপনে তিন পয়সা কমিয়ে ভাড়া দাঁড়িয়েছে ৩৭৩ টাকা ১২ পয়সা। এতে জামালপুর-ঢাকার রুটে ভাড়া কমছে পাঁচ টাকা ২৮ পয়সা।
জামালপুরের সাধারণ বাসযাত্রীরা জানান, সরকারি হিসেবে কিলোমিটার অনুযায়ী জামালপুরে ভাড়া নেয়া হয় না। যাত্রীদের কাছ থেকে যে যেভাবে পারেন ভাড়া আদায় করেন। বাসের সুপারভাইজারা তাদের ইচ্ছামতো ভাড়া নিয়ে থাকেন।
বাসযাত্রী আশরাফুল ইসলাম জানান, জামালপুর থেকে ঢাকার ভালো কোনো বাস নেই। সবগুলাই লক্কর জক্কর লোকাল বাস। এগুলোর নির্ধারিত কোনো ভাড়া নেই। জামালপুর থেকে ভালো মানের বাস সার্ভিস চালুর দাবি যাত্রীদের। বর্তমানে এই রুটে যেসকল বাস চলাচল করছে তাদের যাত্রার মান এতোটাই খারাপ যে বলার ভাষা নেই। একটু পরপর যাত্রী উঠাব-নামা আর কাল ক্ষেপনের কারণে হাজার হাজার যাত্রী মূল্যবাণ সময় নষ্ট হচ্ছে প্রতিদিন।
বাসচালক শামীম মিয়া বলেন, কাউন্টার থেকে নির্ধারিত ভাড়ায় যাত্রী ওঠানো হয়, তবে সবাই তো আর ঢাকা না! যায় গাজীপুর, সাভার, বাইপেল, আশুলিয়া এসব এলাকায় অনেক যাত্রী থাকলে তাদের ভাড়া ভিন্নরকম হয়।
কিন্তু যাত্রীদের অভিযোগ ভিন্ন। রফিকুল হাসান নামে এক বাসযাত্রী নয়া দিগন্তকে জানান, একজন যাত্রী গাজীপুরের নামলেও মহাখালীর ভাড়া নেয়া হয়।
জামালপুর বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহবুবুল আলম বলেন, প্রতি কিলোমিটারে তিন পয়সা কমিয়েছে এটা আমি এখনো জানি না। সরকারের নির্ধারিত যে ভাড়া প্রতি কিলোমিটার করেছে এখন থেকে সেই ভাড়াই নেয়া হবে। জামালপুর থেকে দেশের বিভিন্ন জেলায় যেসব বাস চলাচল করে থাকে। টিকিট কাউন্টার থেকে সরকার নির্ধারিত ভাড়ায় টিকিট দেয়া হয়।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের জারি করা প্রজ্ঞাপনে আরো জানা যায়, বিআরটিএ অনুমোদিত আসন সংখ্যা কমিয়ে বাস বা মিনিবাসের আসন সংখ্যা পুনর্বিন্যাস করা হলে অনুচ্ছেদ-ক অনুযায়ী নির্ধারিত ভাড়া আনুপাতিক হারে পুনরায় নির্ধারিত করতে হবে।
সেই ক্ষেত্রে রুট পারমিট অনুমোদনকারী কর্তৃপক্ষ (বিআরটিএ) যাত্রী ও পণ্য পরিবহন কমিটি থেকে আনুপাতিকভাবে ভাড়ার হার অনুমোদন করে নিতে হবে।
এই ভাড়ার হার গ্যাস চালিত বাস বা মিনিবাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া নির্ধারণ সংক্রান্ত ইতোপূর্বে জারি করা সব প্রজ্ঞাপন ও আদেশ এতদ্বারা রহিত করা হলো। এ ভাড়ার হার প্রতিটি বাস ও মিনিবাসের দৃশ্যমান স্থানে আবশ্যিকভাবে টানিয়ে রাখতে হবে বলে জানা গেছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা