জামালপুরে ইন্টার্ন চিকিৎসকদের মানববন্ধন
- জামালপুর প্রতিনিধি
- ২৪ মার্চ ২০২৪, ১৯:৩১
জামালপুরে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে মানববন্ধন ও দুই দিনের কর্মবিরতি পালন করছেন জামালপুর জেনারেল হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।
রোববার (২৪ মার্চ) সকাল সাড়ে ৮টা থেকে ৪৮ ঘণ্টার কর্মবিরতির ঘোষণা দিয়ে দুপুরে জামালপুর জেনারেল হাসপাতাল চত্বরে ইন্টার্ন চিকিৎসক পরিষদের ব্যানারে সারা দেশের মতো এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ইন্টার্ন চিকিৎসকেরা জানান, গত বছর ইন্টার্ন চিকিৎসক ও পোস্ট গ্র্যজুয়েট ট্রেইনি চিকিৎসকরা বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনের পর পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের বেতন-ভাতা বাড়ানো হলেও ইন্টার্ন চিকিৎসকদের বেতন-ভাতা বাড়েনো হয়নি। এতে বৈষম্যের শিকার হন তারা।
মানববন্ধনে বক্তারা বেতন-ভাতা বাড়িয়ে ৩০ হাজার টাকা করার দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা। এরপর একই দাবিতে হাসপাতালের সহকারী পরিচালকের কাছে স্মারক লিপি প্রদান করে আন্দোলনরত চিকিৎসকরা।
মানববন্ধনে মঞ্জুরুল হাসান জীবন, এম এ কাভী সেকান্দার আলম, হৃদয় রঞ্জন দাস ও সাদিয়া তাসনিম প্রমুখ বক্তব্য রাখেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা