গফরগাঁওয়ে দিনদুপুরে দোকানে ডাকাতি
- গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা
- ১৫ মার্চ ২০২৪, ১৯:১০
ময়মনসিংহের গফরগাঁওয়ে দিনদুপুরে কাপড়ের দোকানে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে।
শুক্রবার (১৫ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার রাওনা ইউনিয়নের দীঘা গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় খবর পেয়ে ওসি মো: শাহিনূজ্জামান খানসহ পুলিশ ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেন।
জানা যায়, শুক্রবার সকালে শিবগঞ্জ-গয়েশপুর সড়কে দীঘা গ্রামের মৃধাবাড়ি-সংলগ্ন অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মাকসুদুল ইসলাম রতনের কাপড়ের দোকানের মালামালসহ নগদ টাকা লুট করে নিয়ে যায় দুর্বৃত্ত ডাকাতরা।
এ বিষয়ে রতন মিয়া জানান, সকাল পৌনে ৯টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে আসার পর একজন ফোন করে জানালো আমার দোকান লুট হচ্ছে। তখন তাৎক্ষণিক দোকানে গিয়ে দেখি ক্যাশ কাউন্টার থেকে নগদ পাঁচ হাজার টাকাসহ ঈদে বিক্রয়ের জন্য আনা প্রায় তিন লাখ ২০ হাজার টাকায় কাপড় নিয়ে গেছে। দুর্বৃত্তরা প্রাইভেট কার নিয়ে এসেছিলো বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
এ বিষয়ে দোকানের মালিক মাকসুদুল ইসলাম রতন গফরগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা