দ্বিতীয়বার ময়মনসিংহের মেয়র হলেন টিটু
- নয়া দিগন্ত অনলাইন
- ১০ মার্চ ২০২৪, ০০:১১
ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) নির্বাচনে ঘড়ি প্রতীকের মেয়র পদপ্রার্থী ও সদ্য সাবেক মেয়র ইকরামুল হক টিটু বিপুল ভোটের ব্যবধানে আবারো নির্বাচিত হয়েছেন। নগরীর ৩৩টির ওয়ার্ডে ১২৮টি কেন্দ্রের ঘোষিত ফল অনুযায়ী টেবিল ঘড়ি প্রতীকে তিনি ১ লাখ ৩৯ হাজার ৬০৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতি প্রতীকের মেয়র পদপ্রার্থী মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা সাদেকুল হক খান মিল্কী টজু পেয়েছেন ৩৫ হাজার ৭৬৩ ভোট। এতে টানা দ্বিতীয়বারের মতো জয়ের মুকুট পরলেন টিটু।
শনিবার (৯ মার্চ) রাত পৌনে ১১টার দিকে নগরীর টাউন হলের অ্যাডভোকেট তারেক স্মৃতি মিলনায়তনে রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী বেসরকারিভাবে তাকে নির্বাচিত ঘোষণা করেন।
অপর তিনজন প্রার্থীর মধ্যে ঘোড়া প্রতীকের এহতেসামুল আলম ১০ হাজার ৭৭৩ ভোট, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে শহিদুল ইসলাম পেয়েছেন ৩২১ ভোট এবং হরিণ প্রতীকের প্রার্থী রেজাউল হক পেয়েছেন ১ হাজার ৪৮৭ ভোট ভোট।
এর আগে, সকাল ৮টা থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয়। বিরতিহীনভঅবে চলে বিকেল ৪টা পর্যন্ত। সকাল থেকে অধিকাংশ ভোটকেন্দ্রে নারী ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এ সময় নারী ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। সকাল ৯টায় ইকরামুল হক টিটু নগরীর প্রিমিয়ার আইডিয়াল হাইস্কুল কেন্দ্রে ভোট প্রদান করেন। উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বলে জানান।
এডওয়ার্ড ইনস্টিটিউশন ভোটকেন্দ্রে হাতি প্রতীকের মেয়র পদপ্রার্থী মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা সাদেকুল হক খান টজু ভোট প্রদান করেন। জেলা আওয়ামী লীগের সভাপতি মেয়র পদপ্রার্থী এহতেসামুল আলম নগরীর মুসলিম গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট প্রদান করেন।
ইভিএম পদ্ধতিতে ভোট প্রদানে কিছুটা ধীরগতি হয়েছে। ভোটগ্রহণ কালে বয়স্ক নারীদের আঙ্গুলের ছাপ না মেলায় অনেকেই ভোট প্রদানের সময় বিড়ম্বণার শিকার হন। অনেকেই সাবান দিয়ে ভেজলিন দিয়ে হাত ধুয়ে ভোট দেন। অনেকেই এনআইডি কার্ড এনে ভোট প্রদান করেন।
কালীবাড়ি গুদারাঘাট এলাকার বাসিন্দা মনোয়ারা খাতুন বলেন, ‘পেঁয়াজ কাইট্টা আঙ্গুলের দাগ মুইচ্ছ্যা গেছে। ভোট দিতে আইস্যা আঙ্গুলের ছাপ মিলতাছে না।’ পরে তিনি এনআইডি কার্ড নিয়ে এসে ভোট দিবেন বলে জানান।
ময়মনসিংহ-৪ সদর আসনের জাতীয় সংসদ সদস্য মোহিত উর রহমান শান্ত ময়মনসিংহে অবস্থান করলেও ভোট দেননি।
ময়মনসিংহের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার শেখ মুহাম্মদ হাবিবুর রহমান ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে দুপুর দু’টো পর্যন্ত ৩০ শতাংশ ভোট এবং বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ৫০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন।
রিটার্নিং কর্মকর্তা ও ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী জানান, ইভিএমে বেশ কিছু ভোট কেন্দ্রে সমস্যা হলেও পড়ে সব চালু করা সম্ভব হয়েছে। নগরীর খাগডহর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৮০ শতাংশ মানুষের আঙ্গুলের ছাপ সঠিক আছে বলে দেখেছেন। তিনি ভোটারদেরকে সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে আসার পরামর্শ দেন।
আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, নগরীর ১২৮টি ভোটকেন্দ্রের ৯৯০টি ভোটকক্ষে ৩ লাখ ৩৬ হাজার ৪৯৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পান। এদের মধ্যে পুরুষ ১ লাখ ৬৩ হাজার ৮৭২ জন, মহিলা ১ লাখ ৭২ হাজার ৬১৫ জন এবং নয়জন হিজড়া ভোটার ছিলেন।
মেয়র পদে পাঁচজন, ৩৩টি সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ১৪৯ জন এবং ১১টি সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৬৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা