জামালপুরে ডাকাতির পর হত্যা, আমৃত্যু কারাদণ্ড ৫
- জামালপুর প্রতিনিধি
- ০৭ মার্চ ২০২৪, ১৭:০৩
জামালপুরে ট্রেনে ডাকাতির পর অজ্ঞাত পরিচয়ের এক ব্যাক্তিকে হত্যার অভিযোগে পাঁচজনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরে জামালপুরের স্পেশাল জজ আদালতের বিচারক স্পেশাল জেলা ও দায়রা জজ মোহাম্মদ আবু তাহের এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন জীবন, রাকিব, সোহেল, শিপন ও রনি। এদের মধ্যে রনি পলাতক রয়েছেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী নুরুল করিম ছোটন জানান, ২০১১ সালের ১৭ ফেব্রুয়ারি রাতে একটি লোকাল ট্রেনে ডাকাতির পর অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তিকে শ্বাসরোধ করে হত্যা করে আসামিরা। এরপর ওই ব্যক্তিকে জামালপুর সদর উপজেলার নরুন্দি এলাকায় ট্রেন থেকে ফেলে দেয় ডাকাত দল। ওই ঘটনায় একই বছরের ১৩ মে জামালপুর রেলওয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মীর মজনু। পরে মামলাটি চট্টগ্রাম রেলওয়ে পুলিশ তদন্ত করে ২০১২ সালরে ৩০ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করে। বিচার প্রক্রিয়া শেষে আটজন স্বাক্ষীর স্বাক্ষ্যের ভিত্তিতে পাঁচ আসামিকে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেন বিচারক।
আসামির পক্ষে মামলাটি পরিচালনা করেন রাষ্ট্র কর্তৃক নিযুক্ত আইনজীবী অ্যাডভোকেট রফিকুল ইসলাম বাচ্চু।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা