গফরগাঁওয়ে সাঁতরে ব্রহ্মপুত্র নদ পাড় হতে গিয়ে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার
- গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা
- ০৬ মার্চ ২০২৪, ২৩:১৪
ময়মনসিংহের গফরগাঁওয়ে সাঁতরে ব্রহ্মপুত্র নদ পাড় হতে গিয়ে নিখোঁজ হওয়া ফাহিম মিয়া (১৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার রাত ৯টার দিকে নদ থেকে স্থানীয় লোকজনের সহায়তায় লাশটি উদ্ধার করা হয়।
ফাহিম গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন পাঁচবাগ ইউনিয়নের তারাটিয়া গ্রামের মো: উজ্জল মিয়ার ছেলে এবং রাজমিস্ত্রী।
জানা গেছে, সন্ধ্যায় নাক কাটাচর এলাকায় অন্যান্যদের সাথে রাজমিস্ত্রী কাজ শেষে বাড়ি ফেরার পথে নৌকা না পেয়ে সহযোগী আমাটিয়া গ্রামের জাহাঙ্গীর ও আহাম্মদের সাথে সাঁতরে নদী পার হওয়ার সময় গলাকাটা বাজার ঘাট এলাকায় ডুবে যান ফাহিম। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। পরে তাকে খুঁজতে তার স্বজন, স্থানীয় লোকজনসহ পুলিশ ব্রহ্মপুত্র নদে অভিযান চালায়। আড়াই ঘণ্টার অভিযানের পর রাত ৯টায় দিকে বাজার ঘাট এলাকায় থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খায়রুল বাশার জানান, বুধবার সন্ধ্যায় ফাহিমসহ তিনজন ব্রহ্মপুত্র নদ সাঁতরে পাড় হতে গিয়ে দু’জন তীরে পৌঁছাতে পারলেও সে নিখোঁজ হন। রাত ৯টার দিকে নদ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
ওসি আরো জানান, যুবকের পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকলে আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হতে পারে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা