২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

দেওয়ানগঞ্জে সাপের কামড়ে মৃত্যু রোধে ৩ দিনব্যাপী ড্রোন মহড়া

দেওয়ানগঞ্জে সাপের কামড়ে মৃত্যু রোধে ৩ দিনব্যাপী ড্রোন মহড়া - ছবি : নয়া দিগন্ত

জামালপুরের দেওয়ানগঞ্জে প্রতিবছর বন্যাকালে সাপের কামড়ে মৃত্যু হয় অসংখ্য মানুষের। বিশেষ করে যমুনা, ব্রহ্মপুত্র ও অন্য নদ-নদী তীরবর্তী চরাঞ্চলে বন্যা ও বর্ষাকালে বিষাক্ত সাপের কামড়ে মৃত্যুর মুখে পড়তে হয় অনেক নারী, পুরুষ ও শিশুকে।

সর্প দংশনে মৃত্যু রোধে যৌথভাবে এক উদ্যোগ গ্রহণ করেছে জার্মান সরকার ও বাংলাদেশ সরকার। স্বাস্থ্য অধিফতরের সহযোগিতায় এবং জার্মানির অ্যাসেন বিশ্ববিদ্যালয়ের গবেষণায় ফ্লাড সেফ নামে একটি প্রকল্প হাতে নেয়া হয়।

পাইলট এ প্রকল্পটি সফল হলে পুরোপুরিভাবে কাজ শুরু করবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। তাই ড্রোনের মাধ্যমে ওষুধ সরবরাহ করার জন্য মহড়া দিয়েছে তিন দিনব্যাপী।

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার একটি পৌরসভাসহ আটটি ইউনিয়ন প্রতিবছর বন্যাকালে পৌর এলাকা ও আট ইউনিয়নের নিম্নাঞ্চল পানিতে প্লাবিত হয়। বিশেষ করে উপজেলার যমুনা নদীর ওপারের হলকার চর, টিনের চরসহ বেশ কয়েকটি গ্রামের মানুষ পানিবন্দী অসহায় হয়ে পড়ে। বন্যার সময় অসংখ্য মানুষ সাপের কামড়ে আক্রান্ত হয়। এ দিকে লক্ষ্য করেই এ পাইলট প্রকল্প হাতে নেয়া হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের সহযোগিতায় এবং জার্মানির অ্যাসেন বিশ্ববিদ্যালয়ের ডিন ড. ডিটার মোরম্যানের নেতৃত্বে একটি গবেষণা দল দেওয়ানগঞ্জ পৌর হেলিপ্যাড থেকে ড্রোনের মাধ্যমে মহড়া কার্যক্রম শুরু করে।

ড. ডিটার মোরম্যান নয়াদিগন্তকে জানান, ড্রোনের মাধ্যমে মহড়া ও অন্য কার্যক্রম সফল হলে স্থায়ীভাবে ফ্লাড সেফ (ফ্লুড নেটজ) প্রকল্পটিতে পুরোদমে কাজ শুরু করা হবে। এই টিমের অন্য সদস্য হচ্ছেন মো: এহিয়া, গ্রুপ ক্যাপ্টেন কারিগরি সহায়ক, নাসির উদ্দিন ইনফরমেশন সিস্টেম রিসার্চ ফেলো, জার্মানির বিশিষ্ট সাংবাদিক অলিভার জি বিকার, ড. আরিফ, সাদমান ও ইভাকমিগসহ অন্যরা।


আরো সংবাদ



premium cement