২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

জামালপুরে ৩ হাসপাতালকে জরিমানা, একটির ল্যাব সিলগালা

জামালপুরে ৩ হাসপাতালকে জরিমানা, একটির ল্যাব সিলগালা - ছবি : নয়া দিগন্ত

জামালপুরে স্বাস্থ্য বিভাগ, ভোক্তা অধিকার সংরক্ষণ ও র‌্যাবের যৌথ অভিযানে তিনটি বেসরকারি হাসপাতালকে এক লাখ ১০ হাজার টাকা জরিমানা এবং এক হাসপাতালের অপারেশন থিয়েটার ও প্যাথলজি ল্যাব সিলগালা করা হয়েছে ।

রোববার (৩ মার্চ) দুপুরে শহরের তমালতলা মোড় ও নান্দিনা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন জামালপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. উত্তম কুমার সরকার।

তিনি জানান স্বাস্থ্য মন্ত্রণালয়ের ১০ দফা নির্দেশনা না মানায় শহরের তমালতলা ইউরোপা ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা এবং অপারেশন থিয়েটার ও প্যাথলজি ল্যাব সিলগালা করা হয়।

এছাড়া সদর উপজেলার নান্দিনা এলাকায় নান্দিনা ডায়াগনস্টিক সেন্টারের সরকারি নির্দেশনা লঙ্ঘন ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ থাকা ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই এলাকার লিখন ডায়াগনস্টিক সেন্টারের অসঙ্গতি বিদ্যমান থাকায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। স্বাস্থ্য অধিদফতরের নির্দেশে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই স্বাস্থ্য কর্মকর্তা।

এর আগে বৃহস্পতিবার জামালপুরের তিনটি বেসরকারি হাসপাতালকে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা ও দুটি অপারেশন থিয়েটার সিলগালা করে স্বাস্থ্য বিভাগ।


আরো সংবাদ



premium cement