গফরগাঁওয়ে বুদ্ধি প্রতিবন্ধী ধর্ষণের পর অন্তঃসত্ত্বা, মামলা তুলে নেয়ার হুমকি
- গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা
- ০২ মার্চ ২০২৪, ১৯:৫৩
ময়মনসিংহের গফরগাঁওয়ে এক বুদ্ধি প্রতিবন্ধীকে ধর্ষণের পর অন্তঃসত্ত্বার অভিযোগের ঘটনায় থানায় করা মামলা তুলে নেয়ার জন্য আসামির পক্ষ হুমকি দিচ্ছে।
শনিবার (২ মার্চ) সকালে এ ঘটনায় বুদ্ধি প্রতিবন্ধীর মা রাশিদা খাতুন গফরগাঁও থানার একটি সাধারণ ডায়েরি করেন। এর আগে গত ১১ ফেব্রুয়ারি রাতে বুদ্ধি প্রতিবন্ধীকে ধর্ষণের ঘটনা একটি মামলা করে ভুক্তভোগীর পরিবার।
ধর্ষক শরিফুল ইসলাম সম্পর্কে ওই প্রতিবন্ধী কিশোরীর চাচাত মামা হয়। ঘটনাটি উপজেলার রাওনা ইউনিয়নের দীঘা পুলিয়াদী গ্রামে ঘটে।
থানায় করা মামলা ও সাধারণ ডায়েরির সূত্রে জানা যায়, উপজেলার রাওনা ইউনিয়নে দীঘা পুলিয়াদী গ্রামের বিধবা রাশিদা খাতুনের বুদ্ধি প্রতিবন্ধী মেয়েকে একা বাড়িতে রেখে পার্শ্ববর্তী ভালুকায় একটি টেক্সটাইল মিলে চাকরি করেন। সে সুযোগে তার চাচাত ভাই শরিফুল ইসলাম বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে বাড়িতে একা পেয়ে বিগত পাঁচ-ছয় মাস ধরে একাধিকবার ধর্ষণ করে। এতে প্রতিবন্ধী ঐ কিশোরীর অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।
মেয়ের শারীরিক অবস্থার পরিবর্তন দেখে মা রাশিদা খাতুনের সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদে একপর্যায়ে প্রতিবন্ধী কিশোরী ইশারা ইঙ্গিত এ ঘটনার জন্য তার মামা শরিফুল ইসলামকে দায়ি করে। পরে এ ঘটনায় কিশোরীর মা রাশিদা খাতুন গফরগাঁও থানায় মামলা করেন। মামলা দায়েরের পরপরই মূল আসামি মামা শরিফুল ইসলামকে গ্রেফতার করা হয়।
ধর্ষিতা বুদ্ধি প্রতিবন্ধীর মা রাশিদা খাতুন আরো বলেন, মামলা করার পর থেকেই আমাকেসহ আমার পরিবারকে মামলা তুলে নেয়ার জন্য হুমকি দিচ্ছে শরিফুলের পরবারের লোকজন। আমার প্রতিবন্ধী মেয়ের গর্ভের সন্তানের দায়িত্ব কে নেবে? এখন আবার আমরা জীবনের নিরাপত্তা চেয়ে শনিবার সকালে গফরগাঁও থানায় গিয়ে আবারো সাধারণ ডায়েরি করেছি। আমি গরিব মানুষ, গার্মেন্টসে চাকরি করে খাই। রাস্তায় বের হতে পারি না। আসামি পক্ষ রাস্তাঘাটে আমাদের মামলা তুলে নেয়ার হুমকি দেয়।
এ ব্যাপারে জানতে চাইলে রাওনা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার মুখলেছুর রহমান বলেন, ঘটনাটি আমরা আপস মিমাংসার একটা ব্যবস্থার চেষ্টা করছি। এখন শুনেছি মামলা তুলে নেয়ার জন্য হুমকি দিচ্ছে।
গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় প্রতিবন্ধী কিশোরীর মা রাশিদা খাতুন গফরগাঁও থানায় মামলা করেন। মামলার পরপরেই মূল আসামিকে গ্রেফতার করা হয়েছে।
মামলা তুলে নেয়ার হুমকির বিষয়ে তিনি বলেন, আসামি পক্ষ মামলা প্রত্যাহারে হুমকি দেয়ায় শনিবার সকালে আবারো বাদি পক্ষ জীবনের নিরাপত্তা থানায় সাধারণ ডায়েরি করেছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা