২৫ বছর চার পায়ে দাঁড়িয়ে গোলডোবা খাল সেতু
- জামালপুর সংবাদদাতা
- ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১০:১৮
জামালপুরের মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের বীর ঘোষেরপাড়া এলাকার গোলডোবা খালের ওপর প্রায় ২৫ বছর আগে নির্মাণ করা হয় একটি সেতু। আজ পর্যন্ত সেই সেতুর দুই পাশে নির্মাণ হয়নি সংযোগ সড়ক। গত ২৫ বছর ধরে একাই দাঁড়িয়ে আছে সেতুটি। আর সড়ক না থাকায় বর্ষা কিংবা শুষ্ক উভয় মৌসুমে ভোগান্তি নিয়ে চলছে এলাকাবাসী।
এলাকাবাসী জানান, মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের বীর ঘোষেরপাড়া এলাকার গোলডোবা খালের উপর প্রায় ২৫ বছর আগে এই সেতু নির্মাণ করা হয়। তবে কোনো সংযোগ সড়ক নির্মাণ করা হয়নি। এভাবেই কেটে গেছে ২৫টি বছর। সড়ক নির্মাণ না করেই নির্মাণ করা হয়েছিল সেতুটি। বর্তমানে মানুষ চলাচলের জন্য গ্রামীণ মেঠো পথ রয়েছে। তার থেকে প্রায় থেকে ৫০ ফুট পূর্ব দিকে সেতুটি একাই নিঃসঙ্গ চার পায়ে দাঁড়িয়ে রয়েছে।
স্থানীয়রা জানান, অপরিকল্পিতভাবে সেতুটি নির্মাণ করায় কোন কাজে আসেনি।
কৃষক সোলাইমান হোসেন বলেন, ‘ওই সেতু কাজে তো একদিনও লাগেনি বরং এই সেতুর জন্য বর্ষাকালে নৌকা চালাচলে সমস্যা হয়। নৌকা আটকে মানুষ আহত হয়।’
ঘোষেরপাড়া আজিজুল হক বলেন, ‘সেতুটিতে জীবনে কেউ পা দেয়নি। এখানে সড়কের সাথে একটা সেতুর খুব দরকার ছিল। সড়ক থেকে প্রায় ৫০ হাত দূরে সেতুটি হওয়ায় এটা কোনো কাজে আসেনি।’
ঘোষেরপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইদুল ইসলাম লিটু বলেন, ‘বর্তমানে ওই জায়গায় নতুন করে সেতু নির্মাণ করা হবে।’
মেলান্দহ উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী (এলজিইডি) শুভাশীষ রায় সাংবাদিকদের বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। বিষয়টি না জেনে মন্তব্য করতে পারছি না।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা