বকশিগঞ্জ পৌরসভা নির্বাচনে প্রতীক বরাদ্দ
- জামালপুর প্রতিনিধি
- ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:২০
জামালপুর জেলার বকশিগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র, সংরক্ষিত নারী কাউন্সিলর এবং সাধারণ কাউন্সিলর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দিয়েছেন রিটার্নিং।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকালে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়।
প্রতীক বরাদ্দ দেয়ার সাথে সাথেই প্রার্থীরা আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু করেছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার জানান, বকশীগঞ্জ পৌর নির্বাচনে মেয়র, সাধারণ কাউন্সিলর এবং সংরক্ষিত নারী আসনের কাউন্সিলদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
দ্বিতীয় শ্রেণির এই পৌরসভার এটি দ্বিতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে মেয়র পদে চারজনসহ সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর মিলে ৪০ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আগামী ৯ মার্চ ইলেকট্রনিক্স ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে বকশিগঞ্জ পৌর নির্বাচনে ১২টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। পৌরসভার নয়টি ওয়ার্ডের ৩৫ হাজার ৫১৮ জন ভোটার প্রথম বারের মতো ইভিএমের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোটারদের মধ্যে একজন তৃতীয় লিঙ্গ (হিজড়া) ভোটার রয়েছেন এই পৌরসভায়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা