রহমতগঞ্জে ট্রাকের ধাক্কায় মাহেন্দ্রের ২ যাত্রী নিহত
- ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা
- ২২ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:১৭
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ট্রাকের ধাক্কায় আব্দুল সাত্তার (৬০) ও রবিন মিয়া (২০) নামে দুই মাহেন্দ্র যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো তিনজন।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের রহমতগঞ্জ এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল সাত্তারের বাড়ি গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নে। তিনি গঙ্গাশ্রম গ্রামের মরহুম আমির উদ্দিনের ছেলে। ও নিহত রবিন মিয়া ঈশ্বরগঞ্জ পৌর এলাকায় চরনিখলা গ্রামের আব্দুল মোতালেবের ছেলে।
এছাড়া আহতরা হলেন মাহিন্দ্র ড্রাইভার আকাশ মিয়া (২০), মাহিন্দ্র যাত্রী শাহিনা পারভীন ও অপর আরেকজনের নাম জানা যায়নি।
জানা যায়, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা মাহেন্দ্রচালক ঈশ্বরগঞ্জ পৌরসভার রহমতগঞ্জ এলাকায় আঞ্চলিক মহাসড়কের পাশে গাড়িটি দাঁড় করিয়ে যাত্রী নামাচ্ছিলেন। এ সময় ময়মনসিংহ থেকে ছেড়ে আসা দ্রুতগামী তেলবাহী একটি ট্রাক দাঁড়িয়ে থাকা মাহেন্দ্রের পেছনে ধাক্কা দিলে ভেতরে থাকা যাত্রীরা রাস্তার ওপর ছিটকে পড়ে পাঁচজন গুরুতর আহত হন। খবর পেয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক আব্দুস সাত্তার সামের একজনকে মৃত ঘোষণা করেন। অপর দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে রবিন মিয়া নামের একজন মারা যায়। বাকি অন্যদের প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে যান।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি তদন্ত ফরিদ আহমেদ বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। আরেকজন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যায়। ঘটনার পর তেলবাহী ট্রাকটি এবং দুর্ঘটনা কবলিত মাহেন্দ্রটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা