সীমান্ত হত্যা বন্ধে প্রতীকী লাশের মিছিল এখন জামালপুরে
- জামালপুর সংবাদদাতা
- ২০ ফেব্রুয়ারি ২০২৪, ২০:২৬
সারাদেশে সীমান্ত হত্যা বন্ধের দাবিতে কক্সবাজার থেকে শুরু হওয়া প্রতীকী লাশের মিছিল এখন জামালপুরের বকশীগঞ্জে পৌঁছেছে। মিছিলটির নেতৃত্বে রয়েছেন বাংলাদেশ গণশক্তি পার্টির আহ্বায়ক হানিফ বাংলাদেশী ও তার চার সহযোগী।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বেলা ৪টায় মিছিলটি জামালপুরের বকশীগঞ্জ বাসস্ট্যান্ড পৌঁছায়।
পরে প্রতীকী মিছিলটি পৌর শহর ঘুরে উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে গিয়ে শেষ হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন হানিফ বাংলাদেশী, তার সহযোগী রাজা এন ইউ আহমেদ, নুরুল আজিম, হোসেন বেলাল ও আরিফ মিয়া।
এ সময় বলেন, ‘বিএসএফ আমাদের দেশের মানুষকে চোর অপবাদ দিয়ে একের পর এক হত্যা করে যাচ্ছে। কিন্তু সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো প্রতিবাদ জানানো হয়নি। এছাড়াও মিয়ানমারের সীমান্তে উত্তেজনা সৃষ্টির পাঁয়তারা করলেও আমাদের সরকার কোনো সন্তোষজনক জবাব দিচ্ছে না। তাই সীমান্ত হত্যা বন্ধ করতে আমরা কক্সবাজার থেকে প্রতীকী লাশের মিছিল শুরু করেছি।’
গত ১৬ ফেব্রুয়ারি থেকে হানিফ বাংলাদেশী তার সহযোগীদের নিয়ে কক্সবাজার থেকে সারাদেশে সীমান্ত হত্যা বন্ধের দাবিতে সীমান্তবর্তী উপজেলাগুলোতে প্রতীকী মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করে আসছেন। যশোরের বেনাপোল সীমান্তে গিয়ে এই কার্যক্রম শেষ হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা