২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

গফরগাঁওয়ে মেলায় ছুরিকাঘাতে যুবক নিহত

গফরগাঁওয়ে মেলায় ছুরিকাঘাতে যুবক নিহত - নয়া দিগন্ত

ময়মনসিংহের গফরগাঁওয়ে ইসলামী মহাসম্মেলনের মাঠে মুস্তাকিম (২০) নামের একজনকে ছুরিকাঘাত করে হত্যা করেছেন সজল (২২) নামে অপর এক যুবক।
ঘটনাটি ঘটেছে শনিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার পাগলা থানাধীন পাঁচবাগ ইউনিয়নের চরশাখচূড়া গ্রামে আনসারনগর মাদরাসার ইসলামী মহাসম্মেলনে পাশে রায়হর এলাকা মেলায় মাঠে।

এ হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য আব্দুল মালেক জানান, হত্যাকাণ্ড সংগঠিত হওয়ার পর আনসার নগর মাদরাসার ইসলামী মহাসম্মেলন স্থগিত করা হয়েছে। তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের কোনো কারণ জানা যায়নি।

নিহত মুস্তাকিম চরশাখচূড়া গ্রামের (উজানচর) সূর্যত আলীর ছেলে। তিনি অটো রিকশাচালক। অপরদিকে ঘাতক সজল একই ইউনিয়নের পার্শ্ববর্তী চৌকা গ্রামের পঁচা মিয়ার ছেলে।

পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, শনিবার বাদ জোহর থেকে আনসার নগর মাদরাসার উদ্যোগে ইসলামী মহাসম্মেলন চলছিল। সম্মেলন উপলক্ষে মাদরাসার পাশে রায়হর এলাকায় বসেছিল মেলা। মেলায় মাঠে মুস্তাকিম ও সজলের মধ্যে বিরোধ হয়। একপর্যায়ে সজল ছুরি দিয়ে মুস্তাকিমের গলায় কেটে ফেলেন। এসময় মুস্তাকিমকে বাঁচাতে এসে তারা (১৯) ও বাবুল (২০) আঘাতপ্রাপ্ত হন। আশঙ্কাজনক অবস্থায় মুস্তাকিমকে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়ার পথেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

পাগলা থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, ছুরিকাঘাতে এক যুবক মারা গেছেন। তবে কী কারণে এমন ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। মূল আসামি গ্রেফতারের জন্য অভিযান চলছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।


আরো সংবাদ



premium cement
শিক্ষার্থীদের আন্দোলন কঠোর হয়ে দমন করতে চাই না : স্বরাষ্ট্র উপদেষ্টা শরণখোলা প্রেসক্লাবের নির্বাচনে আলী সভাপতি-আনোয়ার সম্পাদক রিমান্ড শেষে কামরুল-জ্যাকবকে কারাগারে পাঠানোর আদেশ সংবিধানে যেসব সংস্কার প্রস্তাব দিলো বিএনপি যমুনা রেল সেতু উদ্বোধন জানুয়ারিতে, ট্রায়াল ট্রেনের যাত্রা শুরু চিন্ময়ের মুক্তি নিয়ে বাংলাদেশের সাথে আলোচনা করতে ভারতকে অনুরোধ ইসকনের শেখ হাসিনাসহ ৪৪ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে হেফাজতের অভিযোগ চিন্ময় কৃষ্ণের জামিন নামঞ্জুর আশুলিয়ায় মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ বিদেশী শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফেরার পরামর্শ মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোর মোংলায় নারীকে কুপিয়ে হত্যার অভিযোগ

সকল