জামালপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
- জামালপুর প্রতিনিধি
- ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:৫৩
জামালপুরের মেলান্দহে রাশেদা বেগম (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে, মঙ্গলবার রাতে লাশ উদ্ধার করা হয়।
রাশেদা মেলান্দহ উপজেলার ঝাউগড়া ইউনিয়নের গহেরপাড়া এলাকার আলফাজ মেকারের স্ত্রী। তিনি সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার চরগিরিশ ইউনিয়নের চরশাল দহ গ্রামের ছবের ভুঁইয়ার মেয়ে বলে জানা গেছে।
জানা যায়, গত কয়েক মাস আগে গৃহবধূ রাশেদা বেগমের দুই বছর বয়সী একটি মেয়ে মারা যায়। মেয়ে মারা যাওয়ার পর থেকে মা রাশেদা বেগম মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে রাশেদা বেগম নিখোঁজ হন। পরে বাড়ির লোকজন তাকে খোঁজাখুঁজি করতে থাকে। রাতে নিজ ঘরের ধর্নার সাথে রাশেদার লাশ ঝুলতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে মেলান্দহ থানার উপ-পরিদর্শক মো: রফিকুল ইসলাম ঘটনাস্থল থেকে রাত ৯টার দিকে লাশ উদ্ধার করেন।
মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রাজু আহাম্মদ বলেন, রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা