ঈশ্বরগঞ্জে নিখোঁজের ৪ দিন পর পুকুরে মিলল যুবকের লাশ
- ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা
- ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৫৬
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গত চার দিন ধরে খোঁজ পাওয়া যাচ্ছিল না মোহাম্মদ আলী (৩৫) নামের এক যুবকের। অবশেষে আজ বুধবার উপজেলার বড়হিত ইউনিয়নের নিজ-পুবাইল গ্রামের আবুল হাসেমের পুকুর থেকে ওই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ থানার ওসি (তদন্ত) ফরিদ আহম্মেদ। মোহাম্মদ আলীর বাড়ি বড়হিত ইউনিয়নের চর পুম্বাইল গ্রামের মৃত মর্তুজ আলীর ছেলে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, মোহাম্মদ আলী ছিলেন মৃগীরোগী। পেশায় ছিলেন কৃষক। চার দিন আগে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হন তিনি। পরিবারের লোকজন প্রথমে ভেবেছিলেন মোহাম্মদ আলী শ্বশুরবাড়ি গিয়েছেন। কিন্তু সেখানে না যাওয়ায় পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান পায়নি। এমতাবস্থায় বুধবার সকালে নিজ-পুবাইল গ্রামের মো. আবুল হাসেমের পুকুরে তার লাশ ভেসে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ।
মোহাম্মদ আলীর বড় ভাই সিদ্দিক মিয়া বলেন, আমার ভাইটি ছিল খুব সরল সহজ। সে ব্রেন টিউমারে ও মৃগীরোগে আক্রান্ত ছিল। ধারণা করা হচ্ছে ,পুকুরের পাড় দিয়ে যাওয়ার সময় মৃগীরোগের কারণে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। কারো বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাজেদুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন নাই। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা