২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ভালুকায় সড়ক দুর্ঘটনায় আহত আরেক মাদরাসাছাত্রের মৃত্যু

- ছবি : নয়া দিগন্ত

ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় আহত তামিম খান (১৫) নামে আরেক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আট দিন পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তামিম খান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড খারুয়ালী গ্রামের মো: শাহজাহান খানের ছেলে।

এর আগে ওই মাদরাসার ছাত্র নাঈম ইসলাম (১৪) সানাউল্লাহ সজল (১৫) ও সায়েম ঢালী (১৫) মারা যান। এ নিয়ে ওই মাদরাসার মোট চারজন ছাত্র মারা গেলেন। তারা সকলেই ভালুকার খারুয়ারী জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ কওমি মাদরাসার কিতাব বিভাগের ছাত্র ছিলেন।

উল্লেখ্য, রোববার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে টঙ্গী ইজতেমা শেষে ফেরার পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভালুকা উপজেলার হবিরবাড়ি ঢালীবাড়ি মোড় এলাকায় মাদরাসাছাত্রদের বহনকারী ট্রাক ও কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়। এতে ট্রাকটি মহাসড়কের উপর উল্টে গিয়ে মাদরাসার তিন ছাত্র নিহত ও শিক্ষকসহ ২৫ শিক্ষার্থী আহত হয়েছিলেন। পরে আহতদের ভালুকা সরকারি হাসপাতাল, ময়মনসিংহ ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে আজ সকালে আট দিন চিকিৎসাধীন থাকার পর তামিম খান মারা যান।

ভালুকার খারুয়ারী জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ কওমি মাদরাসার পরিচালক হাতেম খান জানান, ‘টঙ্গী ইজতেমা থেকে মাদরাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তার মাদরাসার তিনজন শিক্ষার্থী মারা গিয়েছিলেন। আহত হয়েছিলেন তার নাতি তামিম খানসহ অনেক ছাত্র-শিক্ষক।’

তিনি আরো বলেন, ‘মঙ্গলবার সকালে তামিম খানও মারা গেছেন। এ নিয়ে তার মাদরাসার সড়ক দুর্ঘটনায় চার ছাত্র মারা গেলেন।’


আরো সংবাদ



premium cement
কুলাউড়ায় শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষককে গণপিটুনি অহিংস গণঅভ্যুত্থানের আহ্বায়কসহ ১৮ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ শিক্ষার্থীর মৃত্যুর দায় ন্যাশনাল হাসপাতালের ওপর চাপানো ভিত্তিহীন : কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য সেন্ট গ্রেগরি হাইস্কুল বন্ধ ঘোষণা স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে পিরোজপুরে একজনের যাবজ্জীবন নড়াইলে ২ ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড নোবিপ্রবিতে মানবিকতার আড়ালে হচ্ছে নিষিদ্ধ ছাত্রলীগ পুনর্বাসন ইমরান খানের মুক্তির দাবিতে ‘ডি চক’ যাত্রা, উত্তাল পাকিস্তান জিম্বাবুয়েকে ১৪৫ রানে গুটিয়ে দিলো পাকিস্তান কুমিল্লায় ট্রেনের ধাক্কায় নিহত বেড়ে ৭ রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ

সকল