২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ভালুকায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের ৪ ঘণ্টা মহাসড়ক অবরোধ

ভালুকায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের ৪ ঘণ্টা মহাসড়ক অবরোধ - ছবি : নয়া দিগন্ত

ময়মনসিংহের ভালুকায় সরকার নির্ধারিত বেতনসহ বিভিন্ন দাবিতে মহাসড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ শ্রমিকরা। শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে উপজেলার জামিরদিয়া এলাকায় অবস্থিত রিদিশা স্পিনিং অ্যান্ড ডায়িং কারখানার শ্রমিকরা প্রায় চারঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন। এ সময় মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার সড়কজুড়ে যানযটের সৃষ্টি হয়। খবর পেয়ে প্রশাসনিক কর্মকর্তাসহ শিল্প ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শ্রমিক, শিল্প ও থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার রিদিশা স্পিনিং অ্যান্ড ডায়িং কারখানাটিতে দিই শিফটে এক হাজার ৬০০ নারী-পুরুষ শ্রমিক কাজ করেন। তবে সরকার নির্ধারিত বেতন কোনো শ্রমিককেই দেয়া হচ্ছে না। এ বিষয়ে তারা কয়েকদফায় কারখানা কর্তৃপক্ষের কাছে দাবি করে আসছেন। কিন্তু তাদের দাবির বিষয়টি আমলে না নেয়ায় বেশ কয়েকদিন ধরে শ্রমিক অসন্তোষ দেখা দেয়। শনিবার সকালে এরই দাবিতে শ্রমিকরা কারখানার ভেতর বিক্ষোভ করেন। পরে তারা মূলফটকের বাইরে চলে আসেন এবং একপর্যায়ে বাঁশের বেড়া দিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন।

শ্রমিকরা জানান, রিদিশা কারখানার স্পিনিং অ্যান্ড ডায়িং সেকশনে তারা এক হাজার ৬০০ শ্রমিক কর্মরত আছেন। কারখানা কর্তৃপক্ষ শুধু সরকার নির্ধারিত বেতন দিতেই গড়িমশি করছে না; বরং সবসময়ই বৈষম্যমূলকভাবে একেকজনকে একেক ধরনের বেতন দিয়ে আসছে তারা। তাছাড়া তাদের দুই বছরের ছুটির টাকাও বকেয়া রয়েছে। এমনকি অসুস্থ্যতাজনিত কারণে বা বিভিন্ন সমস্যার কারণেও ছুটি দেয়া হয় না। এসব বিষয়ে বার বার দাবি করা সত্ত্বেও কারখানা কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ না নেয়ায় তারা মহাসড়কে নামেন এবং প্রায় চারঘণ্টা অবরোধ করে রাখেন।

এ সময় শ্রমিকরা অভিযোগ করে বলেন, মহাসড়কে অবস্থানের সময় অতর্কিতভাবে পুলিশের ধাওয়া ও কারখানার ভাড়াটিয়া লাঠিয়াল বাহিনীর লাঠিপেটার কারণে তারা ছত্রভঙ্গ হয়ে মিল গেইটে এসে অবস্থান করেন। অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটারজুড়ে যানযটের সৃষ্টি হয়। এতে মহাসড়কে চলাচলরত দূরপাল্লার বিভিন্ন যানবাহনের যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হন।

কারখানার অ্যাডমিন ম্যানেজার মো: আব্দুর রাজ্জাক জানান, তাদের টেক্সটাইল মিলে দুই শিফটে মোট শ্রমিক সংখ্যা রয়েছেন এক হাজার ৬০০। সরকার নির্ধারিত বেতনের বিষয়টি গার্মেন্টর জন্য গেজেট প্রকাশ হয়েছে। টেক্সটাইল বা স্পিনিং মিলের বিষয়ে এখনো গ্যাজেট প্রকাশ হয়নি। প্রকাশ হলেই তারা তা বাস্তবায়ন করবেন।

শিল্প পুলিশ-৫ ময়মনসিংহ জোনের পুলিশ সুপার মিজানুর রহমান মহাসড়ক অবরোধের ঘটনাটি স্বীকার করে বলেন, কারখানা কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে, তারা সরকারের বেতন কাঠামো অনুযায়ী বেতন বৃদ্ধি করবেন বলে আশ্বস্ত করেছেন। সরকারের ঘোষণার পরও বেতন বৃদ্ধি না করা না হলে পরবর্তী সময়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেয়া হবে।

 


আরো সংবাদ



premium cement
কুলাউড়ায় শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষককে গণপিটুনি অহিংস গণঅভ্যুত্থানের আহ্বায়কসহ ১৮ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ শিক্ষার্থীর মৃত্যুর দায় ন্যাশনাল হাসপাতালের ওপর চাপানো ভিত্তিহীন : কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য সেন্ট গ্রেগরি হাইস্কুল বন্ধ ঘোষণা স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে পিরোজপুরে একজনের যাবজ্জীবন নড়াইলে ২ ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড নোবিপ্রবিতে মানবিকতার আড়ালে হচ্ছে নিষিদ্ধ ছাত্রলীগ পুনর্বাসন ইমরান খানের মুক্তির দাবিতে ‘ডি চক’ যাত্রা, উত্তাল পাকিস্তান জিম্বাবুয়েকে ১৪৫ রানে গুটিয়ে দিলো পাকিস্তান কুমিল্লায় ট্রেনের ধাক্কায় নিহত বেড়ে ৭ রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ

সকল