ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে চাঁদাবাজি বন্ধের দাবিতে বিক্ষোভ
- ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা
- ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৩০
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সড়কে চাঁদাবাজি বন্ধ ও চালককে মারধরের প্রতিবাদে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজিচালিত-অটোরিকশা ও ইজিবাইক চালকরা।
বুধবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এই অবরোধ করে বিক্ষোভ করে তারা। ওই সময় উভয় দিকে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়ে দূরপাল্লার যাত্রীসহ সাধারন লোকজন। খবর পেয়ে পুলিশ গিয়ে চাঁদা বন্ধের আশ্বাস দিলে বিক্ষোভ ও অবেরোধ প্রত্যাহার করা হয়।
চালকরা জানান, ‘ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে প্রতিদিন হাজার হাজার সিএনজিচালিত-অটোরিকশা ছাড়াও ইজিবাইক চলাচল করে। কোনো কারণ ছাড়াই বিভিন্ন সমিতির নামে ইজিবাইক চালকদের কাছ থেকে এসব চাঁদা আদায় করা হয়। একটি প্রভাবশালী চক্র ওই চাঁদাবাজির সাথে জড়িত রয়েছে বলেও উল্লেখ করেন তারা।’
বুধবার সকালে ঈশ্বরগঞ্জ ব্রিজের কাছে চাঁদাবাজরা একটি সিএনজিচালিত-অটোরিকশা আটকে চাঁদা দাবি করে। বরাবরের মতো চাঁদা দিলেও অন্য সময়ের চেয়ে অনেক বেশি চাঁদা দাবি করলে চালক রুস্তম আলী তা দিতে অস্বীকার করেন। এতে ক্ষিপ্ত হয়ে চাঁদাবাজরা তাকে মারধর করে। বিষয়টি নিয়ে রুস্তম সমিতির লোকজনের কাছে বিচার দাবি করেন। পরে বিষয়টি চালকদের মাঝে জানাজানি হলে বেলা ১১টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের হারুয়া নামক স্থানে জড়ো হয় কয়েক শ’ চালক। এ সময় তারা রুস্তমকে মারধরের বিচার ও চাঁদাবাজিদের বিরুদ্ধে বিক্ষোভ করে মহাসড়ক অবরোধ করে রাখে।
এ বিষয়ে অটোচালক সমিতির সভাপতি সুরুজ আলী জানান, ‘এটা কি মগের মুল্লুক নাকি! এইভাবে আর চলতে দেয়া যায় না। ময়মনসিংহ থেকে ঈশ্বরগঞ্জের দিকে আসতে পথে পথে চাঁদা দিতে হয়। তারপর নিজের এলাকা ঈশ্বরগঞ্জ প্রবেশ করতেই মুক্তিযোদ্ধা মোড় ও কিছু দূর ব্রিজের কাছে যেতেই চাঁদা দাবি করে একটি চক্র। না দিলেই চালকদের মারধর করা হয়। সারদিন যা কামাই হয় তা থেকে চাঁদা দিতে দিতে পরে আর কিছু থাকে না।’
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাজেদুর রহমান জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। এই সড়কে চাঁদা উঠানো বন্ধ থাকবে।’
এ ব্যাপারে ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহম্মেদ আকুঞ্জি জানান, ‘সড়কে চাঁদা উত্তোলনের সুযোগ নেই। এটা অপরাধ। কারা চাঁদাবাজির সাথে জড়িত খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা