ঈশ্বরগঞ্জে ইটভাটায় অভিযান, প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ
- ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা
- ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ২২:১৯
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের শর্শী গ্রামে মেসার্স এ গনী ব্রিকস নামে একটি ইটভাটায় অভিযান চালিয়ে পাঁচ লাখ টাকা জরিমানা করে পরিবেশ অধিদফতর। পরে এক্সকাভেটর মেশিন দিয়ে ওই ইটভাটার কিছু অংশ ভেঙে দেয়া হয়েছে।
সোমবার (৫ ফেব্রুয়ারি) এমন অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদফতরের ময়মনসিংহ কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল্লাহ আল মনসুর।
এদিকে ইটভাটা গুঁড়িয়ে দেয়ার পর ইটভাটার শ্রমিক এবং এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে। এ সময় বিক্ষুব্ধরা সড়কের ওপর বাঁশ ও কাঠে আগুন ধরিয়ে দিয়ে যান চলাচল বন্ধ রাখে।
খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাজেদুর রহমান ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধদের বুঝিয়ে পরিবেশ নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।
ঈশ্বরগঞ্জ থানার ওসি মোহাম্মদ মাজেদুর রহমান বলেন, ইটভাটায় জরিমানা ও ভেঙে দেয়ার ক্ষোভে এলাকাবাসী সড়ক অবরোধ করে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের বুঝিয়ে শুনিয়ে সড়ক থেকে সড়িয়ে দেই। যানচলাচল স্বাভাবিক রয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা