দেওয়ানগঞ্জে জিল বাংলা চিনিকলে আখ মাড়াই বন্ধ
- দেওয়ানগঞ্জ (জামালপুর) সংবাদদাতা
- ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:১০
জামালপুরের দেওয়ানগঞ্জে জিল বাংলা চিনিকল লিমিটেডে ২০২৩-২৪ আখ মাড়াই বন্ধ ঘোষণা করা হয়েছে।
রোববার (৫ জানুয়ারি) দিবাগত রাত ৩টায় মিলের মাড়াই বন্ধ ঘোষণা করেন জিল বাংলা চিনিকল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রাব্বিক হাসান (এফসিএমএ)।
জানা যায়, এক নাগারে ৬০ দিন মিলে আখ মাড়াইয়ের লক্ষমাত্রা থাকলেও আট দিন আগে ৫২ দিনের মাথায় আখের অভাবে মিলের মাড়াই বন্ধ ঘোষণা করা হলো। ১৯৫৮ সালে পাক নিউজিল্যান্ডের আর্থিক ও কারিগরী সহায়তায় প্রতিষ্ঠিত মিলে গত ১৫ ডিসেম্বর ২০২৩ মাড়াই উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন প্রবীন আখ চাষি মো: দলিলুর রহমান। এবার ৪৪ হাজার ৯৮৭ দশমকি ৮৭ মেট্রিকটন আখ মাড়াই হয়েছে মিলে। যার লক্ষমাত্রা ছিল ৫২ হাজার টন। গতবার মিল লোকসান দিয়েছে ৫৩ কোটি টাকা। আখ সঙ্কটে বন্ধ হয়ে যাওয়া মিলে এবারও বিশাল অংকের লোকসানের আশঙ্কা করা হচ্ছে।
জিল বাংলা চিনিকল ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক মো: রায়হানুল হক রায়হান নয়া দিগন্তকে জানান, এবার মিল জোনে ব্যাপক আখের আবাদ হচ্ছে। আগামী মৌসুমে আখের সঙ্কট আর হবে না। আখ এবং চিনি উৎপাদনের লক্ষমাত্রাও অর্জিত হবে বলেও আশা করি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা