২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

পছন্দের মেয়ের সাথে বিয়ে না দেয়ায় বিষ পানে আত্মহত্যা

পছন্দের মেয়ের সাথে বিয়ে না দেয়ায় বিষ পানে আত্মহত্যা - প্রতীকী ছবি

জামালপুরের মেলান্দহপ পছন্দের মেয়ের সাথে বিয়ে না দেয়ায় মো: শ্রাবণ (২০) নামে এক যুবক বিষ পান করে আত্মহত্যা করেছেন।

রোববার (২৮ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

শ্রাবণ মেলান্দহ পৌরসভার শ্যামপুর এলাকার মৃত আজিমুদ্দিনের ছেলে। পাঁচ ভাইবোনে মধ্যে শ্রাবণই ছিল আজিমুদ্দিনের একমাত্র ছেলে। অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছে শ্রাবণ। বাড়িতেই থাকতেন এবং পৈতৃক জমিজমা দেখাশোনা করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ে করা জন্য তার পরিবারকে জানান শ্রাবণ। পরিবারের লোকজন তাকে কিছুদিন পর বিয়ে করতে বলেন। এর মধ্যেই কয়েকদিন আগে একটি মেয়ে দেখেন পরিবারের সদস্যরা। শ্রাবণের ওই মেয়ে পছন্দ হলেও তার পরিবারের লোকজন সেই বিয়ে দিতে রাজি হননি। এ নিয়ে শ্রাবণের সাথে বড় বোনের কথা কাটাকাটি হয়। পরে অভিমান করে গত শনিবার (২৭ জানুয়ারি) সকালে বাড়ির পাশে ধান ক্ষেতে গিয়ে বিষ পান করে বাড়িতে আসেন তিনি। পরিবারের লোকজন বুঝতে পেরে তাকে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। রোববার দিবাগত রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় টয়লেটে গিয়ে গোপনে পানি পান করার কিছুক্ষণ পরই শ্রাবণের মৃত্যু হয়।

শ্রাবণের বড় বোন আশা বলেন, ‘শ্রাবণ বিয়ে করবে বলে বলছিল। আমরা কিছুদিন পরে বিয়ে করতে বলে ছিলাম । সে মানবে না। এ নিয়ে রাগে অভিমানে বিষ পান করে।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সাব্বির আহমেদ বলেন, শ্রাবণ অনেকটাই সুস্থ ছিল। একাই হেঁটে চলাচল করতে পারত। রাতে পানি খেয়েছিল। আমরা সাধারণত বিষ খাওয়া রোগীদের ৭২ ঘণ্টা পানি না পান না করার পরামর্শ দিয়ে থাকি। পানি পানের ৫-৬ মিনিটের মধ্যেই তার মৃত্যু হয়।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ বলেন, ছেলেটি চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা গেছে। পরিবারের সাথে অভিমান করে আত্মহত্যা করেছে। এ ঘটনায় ইউডি মামলা হয়েছে।


আরো সংবাদ



premium cement