২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ভালুকায় নিয়ন্ত্রণ হারানো ট্রাকের চাপায় নিহত ১, আহত ৮

দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায় - ছবি : নয়া দিগন্ত

ময়মনসিংহের ভালুকায় পোল্ট্রি খাবারের মালবাহী ট্রাকের চাপায় অটোরিকশার নাজমুল হুদা আনসারী (৩৫) নামের এক যাত্রী নিহত এবং ৮ জন অটোযাত্রী আহত হয়েছেন।

সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে ভালুকা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় ঢাকাগামী একাত্তর ইন্টিগ্রেশন ব্রয়লার স্টার্টার পোল্ট্রি খাবারবাহী ট্রাকের (ঢাকা মেট্রো-ট-১১-৩১১৭) চালক নিয়ন্ত্রণ হারিয়ে ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় বেশ কয়েকটি ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দিয়ে ডিভাইডারের উপরে তুলে দেয়। পরে ট্রাকটি রাস্তার পূর্বপাশে অপর একটি অটোকে চাপা দিয়ে উল্টে যায়।

এতে ঘটনাস্থলেই সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার উট্রা হাজিপাড়া গ্রামের আবুল হাসেন আনসারীর ছেলে নাজমুল হুদা আনসারী ঘটনাস্থলেই মারা যান। এ সময় পূর্বভালুকা গ্রামের মজনু, ধামশুর গ্রামের আয়েশা, কুল্লাব গ্রামের রীনা আক্তার, ত্রিশাল উপজেলার জসিম উদ্দিন ও গফরগাঁও উপজেলার দীঘা গ্রামের সীমা আক্তারসহ আরো আটজন আহত হয়েছে।

আহতদের উদ্ধার করে ভালুকা সরকারি হাসপাতাল ও ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ভালুকার ভরাডোবা হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) মো: আতাউর রহমান জানান, ঘটনায় একজন নিহত এবং আটজন আহত হয়েছেন। নিহতের লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। আহতদের হাসপাতালে প্রেরণ করা হয়ছে। ট্রাকটি জব্দ করা হয়েছে।


আরো সংবাদ



premium cement