জামালপুরে চোরের অত্যাচার থেকে বাঁচতে ও বিচার দাবিতে বিক্ষোভ মিছিল
- জামালপুর প্রতিনিধি
- ২৩ জানুয়ারি ২০২৪, ২১:৩৭
জামালপুরের ইসলামপুরে চোরের অত্যাচার থেকে বাঁচতে ও বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামপুর পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের জনগণ।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিকেলে এই বিক্ষোভ মিছিল করা হয়।
পৌর এলাকার পাটনী পাড়া মোড় থেকে শুরু হয়ে থানা মোড় বটতলা চত্তরে পৌঁছলে পুলিশ তাদের ফুলু চোরসহ এলাকার মাদকাসক্তদের গ্রেফতারের আশ্বাস দিয়ে মিছিলকারীদের ফিরে দেন।
এলাকাবাসী জানান, চোরদের অত্যাচারে অতিষ্ঠ তারা। তাই চোরদের এলাকা ছাড়া করার দাবিতে ধর্মমন্ত্রী কাছে দাবি নিয়ে যেতে চেয়ে ছিলেন তারা।
জানা যায়, জামালপুর-২ আসনের নবনিযুক্ত ধর্মমন্ত্রী ফরিদুল হক খান এমপি মন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর মঙ্গলবার বিকেলে নিজ নির্বাচনী এলাকায় আসেন।
ইসলামপুর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ধর্মমন্ত্রীকে বরণ করে নিতে ইসলামপুর উচ্চ বিদ্যালয় মাঠে গণসংবর্ধনার আয়োজন করেন। মন্ত্রী নির্বাচনী এলাকা এসে এলাকা প্রদক্ষিণ করেন এবং এলাকাবাসীকে অভিবাদন জানান।
পারে মিছিলকারীরা মন্ত্রীর গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করেন। গণসংবর্ধনা অনুষ্ঠান শেষে বিক্ষোভকারীরা ইসলামপুর থানা গেইটে অবস্থান নেন।
ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন তালুকদার বলেন, এসব লোকজন বিক্ষোভ মিছিল নিয়ে মন্ত্রী মহোদয়ের গণসংবর্ধনা অনুষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছিল। সকালে তারা ফুলুকে বেধড়ক মারধর পিট করেছে।
তিনি আরো বলেন, পুলিশ বার বার ফুলুকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা