হজের কোটা পূরণ না হওয়ায় অ্যাজেন্সিরা দায়ী : ধর্মমন্ত্রী
- জামালপুর প্রতিনিধি
- ২৩ জানুয়ারি ২০২৪, ১৬:১৭
হজের কোটা পূরণ না হওয়ায় জন্য হজ অ্যাজেন্সিদের দায়ী করেছেন নবনিযুক্ত ধর্মমন্ত্রী ফরিদুল হক খান।
এ সময় তিনি বলেছেন, ‘আমরা হজ-সংক্রান্ত সকল সমস্যার সমাধান করতে চাই। বার বার সময় বাড়ানো আমাদের অভ্যাসে পরিণত হয়েছে।’
মঙ্গলবার (২৩ জানুয়ারি) জামালপুর জেলা আওয়ামী লীগের নেতাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘জানুয়ারি ১৬ হজ যাত্রী নিবন্ধনের শেষ দিন ছিল। ১৮ জানুয়ারি পর্যন্ত সময় বাড়ানো হলেও কোটা পূরণ হয়নি। সৌদি সরকারের কাছে সময় চাওয়া হয়েছে। তারা যদি সময় দেয় তাহলে সময় বাড়তে পারে।’
এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, সহ-সভাপতি ফারুক আহমেদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্ত্রী জেলা পর্যায়ের নেতাদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এরপর তিনি জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথেও মতবিনিময় করেন।
পরে বিকেল ৪টায় তার নির্বাচনী এলাকা জামালপুর-২ ইসলামপুর উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা