ভালুকার এসকিউ কারখানায় তৃতীয় দফায় আরো ১০ শ্রমিক অসুস্থ হয়ে হাসপাতালে
- ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা
- ২০ জানুয়ারি ২০২৪, ২০:০০
ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া এসকিউ গ্রুপের বিরিকিনা ও সেলসিয়াস (পোষাক) সেকশনে ৪৪ শ্রমিক অসুস্থ ও এক কর্মকর্তাসহ তিনজনের মৃত্যুর পর তৃতীয় দফায় আরো ১০ শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। তাদেরকে ভালুকা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (২০ জানুয়ারী) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সেফটি অধিশাখার সাত সদস্যের একটি তদন্ত টিম ঘটনাস্থল পরিদর্শণ করেন।
খোঁজ নিয়ে জানা গেছে, এসকিউ কারখানায় গত ১০ জানুয়ারি থেকে দুই দফায় ৪৪ শ্রমিক অসুস্থ ও এক কর্মকর্তাসহ তিনজন মারা যাওয়ার পর তৃতীয় দফায় শনিবার দুপুরে আরো ১০ শ্রমকি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। খোঁজ পেয়ে কারখানা কর্তৃপক্ষ তড়িগড়ি করে অসুস্থ্যদের কারখানার পেছনের গেট দিয়ে বের করে ভালুকা সরকারি হাসপাতালে নিয়ে যান।
ভর্তিকৃত শ্রমিকরা হলেন গাজীপুর জেলার শ্রীপুর নগর হাওয়রা এলাকার সোলাইমানের মেয়ে ফাহিমা (২২), উপজেলার মাষ্টারবাড়ি এলাকার সোহেল মিয়ার মেয়ে তানরিমা আক্তার (২০) ও আলমগীরের মেয়ে অঞ্জনা (২৫)। তাছাড়া অপরাপর অসুস্থদের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। অসুস্থরা কারখানার সেলসিয়াস শাখার এবং তারা এই এলাকায় ভাড়ায় থেকে ওই কারখানায় চাকরি করে আসছিলেন।
ভালুকা হাসপাতালে ভর্তিকৃত অসুস্থ শ্রমিক তানরিমা আক্তার জানান, ওই কারখানার সেলসিয়াস ইউনিটের ৬ষ্ঠ তলায় তিনি কাজ করছিলেন। হঠাৎ হাত ও পা দূর্বল হয়ে তিনি মেঝেতে পড়ে যান। পরে তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে ভালুকা সরকারি হাসপাতালে নিয়ে আসেন।
ভালুকা সরকারী হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাছনিয়া জানান, দুপুরের সময় এসকিউ কারখানার ৬ শ্রমিককে শারীরিক দুর্বলতা ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে আনা হলে দু’জনকে ভর্তি করা হয়েছে এবং অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হযেছে।
এদিকে গতকাল শনিবার নতুন করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম মহাপরিদর্শক (প্রশাসন অধিশাখা) মো: বুলবুল আহমেদের নেতৃত্বে সাত সদস্যের একটি তদন্ত টিম ঘটনাস্থল পরিদর্শণ করেন। কমিটির সদস্য সচিব ওই মন্ত্রণালয়ের সহকারী মহাপরিদর্শক তাম্মিম হক।
সদস্যরা হলেন কলকারখানা পরিদর্শণ অধিদফতরের সেইফটি অধিশাখার উপমহাপরিদর্শক (প্রশাসন) মো: মেহেদী হাসান, উপমহাপরিদর্শক (ইন্ডাস্ট্রিয়াল সেফটি ইউনিট) মো: আকিদ-উল-হাসান, সহকারী মহাপরিদর্শক (স্বাস্থ্য) ডা. বিশ্বজিৎ রায়, সহকারী মহাপরিদর্শক (সেফটি) মো: এসএম শাহাজাদ কবির ও শ্রম পরিদর্শক (সাধারণ) মো: আব্দুল্লাহ আল মামুন। এই তদন্ত কমিটি ১০ কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রেরণের জন্য নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মহাপরিদর্শক) সাইফ উদ্দিন আহমেদ।
ময়মনসিংহের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেন, ভালুকার এসকিউ কারখানার শ্রমিক অসুস্থ হওয়ার ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে সাত সদস্যের তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছেন। এই কমিটিতে উচ্চমান সম্পন্ন দক্ষ জনবল ছিল না। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ হওয়ায় আরো অধিকতর দক্ষ জনবল দিয়ে তদন্তের জন্য শ্রম মন্ত্রণালয়ে লিখিতভাবে জানানো হলে মন্ত্রণালয়ের পক্ষে একটি তদন্ত কমিটি শনিবার ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।
কর্মসংস্থান মন্ত্রণালয়ের কলকারখানা পরিদর্শণ অধিদফতরের সেফটি অধিশাখার উপমহাপরিদর্শক (প্রশাসন) ও তদন্ত কমিটির সদস্য মো: মেহেদী হাসান জানান, তিনি তদন্ত কমিটির সকল সদস্যদের নিয়ে সরেজমিন এসকিউ কারখানার বিরিকিনা-২ ইউনিট পরিদর্শণ করেছেন। তাছাড়া কারখানার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে কথা বলেছেন এবং অসুস্থ রোগীদের সকল ধরণের পেপার্স সংগ্রহ করে নিয়ে গেছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা