গফরগাঁওয়ে প্রকাশ্যে চিকিৎসককে কুপিয়ে হত্যা
- রফিকুল ইসলাম খান, গফরগাঁও (ময়মনসিংহ)
- ১৫ জানুয়ারি ২০২৪, ১৮:১৯
ময়মনসিংহের গফরগাঁওয়ে হারুন অর রশিদ (৫৫) নামের এক হোমিও ডাক্তারকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছেন রুবেল (৩৫) নামে এক যুবক। ঘটনার পর স্থানীয়রা রুবেলের বাড়িতে আগুন দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ছোঁড়ে পুলিশ। আহত হয় পুলিশের তিন সদস্য।
সোমবার দুপুর সাড়ে ১২টায় গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন পাইথল ইউনিয়নের গয়েশপুর বাজারের পরিত্যক্ত সখি সিনেমা হলে সামনে এ ঘটনা ঘটে।
নিহত হারুন অর রশিদ গয়েশপুর বাজারের ফিরোজা হোমিও হল নামে প্রতিষ্ঠানের ডাক্তার। গয়েশপুর বাজারে তার একটি বাড়িও রয়েছে। তিনি একই ইউনিয়নের গোয়ালবর গ্রামের মরহুম খোরশেদ আলমের ছেলে।
রুবেলের বাসা নিহতের গয়েশপুর বাজারের বাড়ির পাশে এবং গ্রামের বাড়ি একই ইউনিয়নের নেওকা গ্রামে। তার বাবার নাম মো: শাহাবুদ্দিন।
খবর পেয়ে গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আফরোজা নাজনীন, পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ খায়রুল বাশারসহ পুলিশ ফোর্স ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান।
জানা গেছে, গয়েশপুর বাজারের পরিত্যক্ত সখি সিনেমা হলে সামনে হারুন অর রশিদ কুপিয়ে হত্যা করেন রুবেল। ঘটনার পর স্থানীয় রুবেলের বাড়িতে আগুন দিলে তা পুড়ে ছাই হয়ে যায়। বাড়ি থেকে রুবেলকে বের করে স্থানীয়রা মারধর শুরু করলে তার মা বিউটি আক্তার (৪৮) এগিয়ে আসেন। স্থানীয়রা তাকেও মারধার করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েকটি ফাঁকা গুলি ছোঁড়ে। এ সময় আহত হন পাগলা থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম, এসআই মদন চন্দ্র সিংহ ও কনস্টেবল রফিকুল। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
পাইথল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আক্তারুজ্জামান ঢালী জানান, কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
গফরগাঁও সার্কেলের অতিরিক্তি পুলিশ সুপার আফরোজা নাজনীন জানান, ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: খাইরুল বাশার ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, রুবেল ও তার মা বিউটি আক্তারকে গুরুতর জখম অবস্থায় আটক করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তাদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা